জন্ডিসে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রুবেল আহমেদ নামের এক শিক্ষার্থী মারা গেছেন।
রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসা চলাকালে শুক্রবার সকাল ৭টার দিকে মারা যান তিনি।
রুবেল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পুনাইল গ্রামে। তিনি বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াদুদ।
অধ্যাপক আব্দুল ওয়াদুদ বলেন, ‘রুবেল কিছুদিন আগে বান্দরবান-খাগড়াছড়ি বেড়াতে গিয়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হোন। সেখান থেকে আসার পর তার জন্ডিসও ধরা পড়ে। একই সঙ্গে কিডনি ও ফুসফুসও আক্রান্ত হয় বলে জানা যায়। প্রথমে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে রাজধানীর ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখান থেকে পপুলার হাসপাতালে পাঠানো হয় তাকে। অবস্থার উন্নতি না হলে পরে তাকে ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। সেখানেই আইসিইউতে চিকিৎসা চলাকালে সকালে মারা যান তিনি।’
সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াদুদ বলেন, ‘রুবেলের মৃত্যুতে বিভাগ একজন মেধাবী শিক্ষার্থীকে হারাল। তার মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। রুবেলের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই।’