চলমান শাটডাউনের মধ্যে বন্ধ ট্রেন চলাচল। তবে বিশেষ ব্যবস্থায় চলছে পণ্য পরিবহন। এ পরিস্থিতির মধ্যেই পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু পরিবহনে বিশেষ ট্রেন চালু করতে যাচ্ছে সরকার।
বাংলাদেশ রেলওয়ে প্রস্তাবিত বিশেষ ট্রেনটির নাম দেয়া হয়েছে ‘ক্যাটেল স্পেশাল ট্রেন’।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ট্রেন চালুর সিদ্ধান্তের কথা জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরবানির পশু পরিবহনের জন্য ব্যবহার হবে বিশেষ ট্রেনটি, যা চলবে ১৭, ১৮ ও ১৯ জুলাই।
একটি ট্রেনের সংযুক্ত বগিতে ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাবে জানিয়েছে রেলওয়ে। তবে ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে ট্রেনের সংখ্যা বাড়ানোর সুযোগ ও সম্ভাবনা রয়েছে।
রেলওয়ে জানায়, জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকা পর্যন্ত চলবে ট্রেনটি। সিদ্ধান্ত অনুসারে ট্রেনটি দেওয়ানগঞ্জ বাজার থেকে বেলা সাড়ে ৩টায় ছেড়ে আসবে ঢাকার উদ্দেশে। বিভিন্ন স্থানে বিরতির পর কমলাপুর স্টেশনে ট্রেনটি পৌঁছাবে পরদিন ভোর ৬টায়।
কোরবানির ঈদ কয়েক দিন পর হলেও এখনই দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে হাটের প্রস্তুতি। তবে রেলওয়ে ট্রেনে পশু পরিবহনের উদ্যোগ নেয়া হয়েছে শুধু শেষ সময়ের জন্য।
করোনা সতর্কতার জন্য পশুর হাটে কেনাবেচার অনুমোদন মেলেনি এখনও।
গত বছর রেলওয়ে ক্যাটেল স্পেশাল সার্ভিস চালু করলেও সে সময় তেমন আগ্রহ দেখাননি গরু ব্যবসায়ীরা। এ বছর ট্রেনের সূচি জানিয়ে রেলওয়ে ব্যবসায়ীদের চাহিদা ও আগ্রহ বোঝার চেষ্টা করছে।