বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভরসা মোবাইল ও অনলাইন ব্যাংকিং

  •    
  • ১ জুলাই, ২০২১ ১৫:৩১

লকডউন শুরু হওয়ার পর থেকেই ছুটিতে ব্যাংকগুলো। রোববার পর্যন্ত বন্ধ থাকবে ব্যাংক। এ সময়ে প্রয়োজন মেটাতে খোলা ব্যাংকগুলোর এটিএম। পাশাপাশি ব্যাংকগুলোর অনলাইন ব্যাংকিং সেবাও চালু আছে। এ ছাড়া বিকাশ-রকেট-নগদের মতো মোবাইলে আর্থিক সেবাও সচল রয়েছে।

করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। ৭ জুলাই পর্যন্ত জরুরি সেবা ছাড়া সব বন্ধ। তবে জরুরি সেবার আওতায় ব্যাংক খোলা খাকলেও আজ বৃহস্পতিবার ব্যাংক হলিডে।

এরপরের দুইদিন সাপ্তাহিক ছুটি ও বিধিনিষেধের কারণে আগামী রোববার পর্যন্ত ব্যাংক বন্ধ থাকছে।

তবে এ সময়ে প্রয়োজন মেটাতে খোলা ব্যাংকগুলোর এটিএম। পাশাপাশি ব্যাংকগুলোর অনলাইন ব্যাংকিং সেবাও চালু আছে। এ ছাড়া বিকাশ-রকেট-নগদের মতো মোবাইলে আর্থিক সেবাও সচল রয়েছে।

এ সব সেবা নিরবচ্ছিন্ন রাখতে বুধবার ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, সরকার ঘোষিত এক সপ্তাহের বিধিনিষেধের মধ্যে ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথ থেকে দিনে এক লাখ টাকা তুলতে পারবেন গ্রাহক। ব্যাংকগুলো তাদের এটিএমে টাকা উত্তোলনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমার ন্যূনতম পরিমাণ হবে এক লাখ টাকা। ২৪ ঘণ্টা লেনদেন সুবিধার লক্ষ্যে অনলাইন ব্যাংকিং লেনদেন সেবাদানকারী ব্যাংকগুলো এই সেবা নিরবচ্ছিন্ন রাখবে।

সরকারঘোষিত চলাচলে নিষেধাজ্ঞা আরোপকালে ব্যাংক, পিএসপি, পিএসও এবং এমএফএস জরুরি ও অত্যাবশ্যকীয় বিবেচনায় সংশ্লিষ্ট প্রোভাইডাররা নিজ নিজ সিস্টেম, ডিস্ট্রিবিউশন ও এজেন্ট চ্যানেল নিরবচ্ছিন্ন ও সচল রাখবে।

গ্রাহকদের চাহিদা অনুযায়ী সরবরাহের জন্য ব্যাংকের ক্যাশ কাউন্টার, এটিএম, এজেন্ট ব্যাংকিংয়ের এজেন্ট পয়েন্ট ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) এজেন্ট পয়েন্টগুলোয় নগদ অর্থ ও ই-মানি (প্রযোজ্য ক্ষেত্রে) সরবরাহের সেবা নিরবচ্ছিন্নভাবে নিশ্চিত করবে।

পাশাপাশি লেনদেনের স্থান অর্থাৎ ব্যাংক, এটিএম, পয়েন্ট অব সেলস ও এজেন্ট পয়েন্টগুলো নিয়মিতভাবে জীবাণুমুক্ত ও সেখানে হ্যান্ড স্যানিটাইজার রাখার ব্যবস্থা নেবে। ব্যাংকগুলো তাদের এটিএম চ্যানেল সার্বক্ষণিক সচল রাখা এবং চাহিদা অনুযায়ী, দ্রুততম সময়ের মধ্যে এটিএম মেশিনে ক্যাশ ফিডিংয়ের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের মাধ্যমে লেনদেনের চলবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। তবে, কাস্টমস, শুল্ক-করাদি, ফি, চার্জ প্রভৃতি পরিশোধ ও আন্তব্যাংক লেনদেন দুপুর আড়াইটা পর্যন্ত পরিশোধ করা যাবে।

সব ব্যাংক, এমএফএস, পিএসপি এবং পিএসও সমূহ স্ব স্ব সিস্টেম অবকাঠামোর ওপর সতর্ক নজরদারি রাখবে এবং সিস্টেম ও ডেটাবেইজে সাইবার আক্রমণের ঝুঁকি মোকাবেলার জন্য ই-মেইল, ফিশিং ই-মেইল, র‌্যানসামওয়্যার আক্রমণ ইত্যাদি বিষয়ে বিশেষ নজরদারি করবে।

একই সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষকে লেনদেন সংক্রান্ত প্রতারণা ও স্যোশাল মিডিয়া, ই-মেইল, মোবাইল ফোন-এর মাধ্যমে কোভিড-১৯ ভিত্তিক আর্থিক প্রতারণার বিষয়ে সতর্ক করবে।

পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী সব অবকাঠামো যথারীতি চালু এবং এ সংক্রান্ত নিরাপত্তা ও সাইবার ঝুঁকির বিষয়ে সতর্ক থাকতে হবে।

এ বিভাগের আরো খবর