প্রবাসী বাংলাদেশিদের বিনা মূল্যে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেয়ায় কাতার সরকারকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
ঢাকায় কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মদ নাসের আল দেহাইমি বুধবার বিদায়ী বৈঠকে এলে প্রতিমন্ত্রী কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশে দায়িত্ব পালন শেষে আহমেদ বিন মোহাম্মদ নাসের আল দেহাইমি আবার দোহা ফিরে যাচ্ছেন।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমিরের নেতৃত্বে দুই দেশের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে বিদ্যুৎ, জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতা বেড়েছে।
এ সময় বাংলাদেশের অর্থনৈতিক জোনে বিনিয়োগে কাতারের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বিদায়ী সাক্ষাৎ করেন কাতারের রাষ্ট্রদূত।