করোনাভাইরাসের সংক্রমণ রোধে এক সপ্তাহের শাটডাউনে কঠোরভাবে দায়িত্ব পালনে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভার্চুয়ালি সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জসহ সব ইউনিটপ্রধানকে তিনি এ নির্দেশনা দেন।
করোনার চলমান ঢেউ নিয়ন্ত্রণে বৃহস্পতিবার দেশজুড়ে এক সপ্তাহের কঠোর লকডাউন জারি করে বুধবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই সাত দিন অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাইরে বের হতে পারবে না। অপ্রয়োজনে বাইরে বের হলে নেয়া হবে আইনি ব্যবস্থা।
সরকার থেকে এ পরিস্থিতিকে কঠোর লকডাউন বলা হলেও অনেকের কাছে পরিচিতি পেয়েছে শাটডাউন নামে। মন্ত্রিপরিষদ সচিব বিষয়টি ‘স্ট্রিক্ট ভিউ’ বলেও উল্লেখ করেছেন।
সরকারি বিধিনিষেধ চলাকালে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন আইজিপি। সরকারি নির্দেশনা অনুযায়ী জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ জানান তিনি।
করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ যথাযথভাবে বাস্তবায়নে দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহায়তা করতে সবার সহযোগিতাও কামনা করেছেন আইজিপি।