করোনাভাইরাস সংক্রমণ রোধে সাত দিনের শাটডাউন শুরু হচ্ছে বৃহস্পতিবার। এ সময় শাটডাউন বাস্তবায়নে মাঠে থাকবে কোস্ট গার্ড।
উপকূল এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি কোস্ট গার্ড মোতায়েন থাকবে।
কোস্ট গার্ডের মিডিয়া সেলের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য জানিয়েছেন।
দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক বলেন, ‘বিধিনিষেধ মানাতে বিজিবির পাশাপাশি উপকূলীয় এলাকাগুলোতে বাংলাদেশ কোস্ট গার্ড মোতায়েন থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানানো হয়েছে।’
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন দেয় সরকার।
এবারের শাটডাউন বাস্তবায়ন করতে সারা দেশে সেনা টহল দেবে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র্যাব, আনসার সদস্যরাও টহল দেবে। উপকূলে কড়াকড়ি করতে কোস্ট গার্ড টহল দেবে।
শাটডাউনে জরুরি সেবা ছাড়া সব ধরনের যন্ত্রচালিত গাড়ি বন্ধ রাখার কথা বলা হয়েছে। গণপরিবহন, বাস, ট্রেন, লঞ্চ, অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলও নিষিদ্ধ করা হয়েছে।