করোনাভাইরাস প্রতিরোধে দেশীয়ভাবে টিকা উৎপাদান করতে চায় সরকার। গোপালগঞ্জের টিকার উৎপাদনের কারখানা হবে। সেই কারখানার সক্ষমতা যাচাইয়ে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আয়োজিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এসব তথ্য জানান।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, গোপালগঞ্জের টিকা উৎপাদনের সম্ভাব্যতা যাচাইয়ের কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ক্ষেত্রে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) গোপালগঞ্জের কারখানাটির সক্ষমতাকে বিশেষ বিবেচনায় রাখছে কমিটি।
তিনি বলেন, ‘টিকা উৎপাদনে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা নির্দেশনা রয়েছে।’
‘গোপালগঞ্জের ইডিসিএল সরকারের একমাত্র ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে। সেখানে একটি বড় স্থাপনা রয়েছে। ওখানে টিকা উৎপাদনের পরিকল্পনাও রয়েছে। ওই কারখানার পাশে আমাদের কিছু জমিও রয়েছে। ওটাকে যাচাইবাছাই করে দেখা। আমরা দেখব, সেখানে টিকা উৎপাদন করা যায় কি-না। এ বিষয়ে একটি কমিটি করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকে প্রধান করে। আরও অনেককে স্বাস্থ্য নিয়েই এই কমিটি করা হয়েছে। এটা অনুমোদন হলেই, কাজটা পুরো দমে শুরু করা যাবে।’
এর আগে ১৬ জুন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘দেশে আন্তর্জাতিক মানের টিকা ইনস্টিটিউট গড়ে তোলার জন্য সরকার দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করার উদ্যোগ নিয়েছে। বিষয়টি মন্ত্রিসভায় অনুসমর্থন ও অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে।’