দেশের প্রায় পৌনে এক কোটি মানুষ অনলাইনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা পেতে আবেদন করেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘এনআইডি অনলাইন সার্ভিস চালু হওয়ার পর ৭৭ লাখ ৩২ হাজার ৩৬৩ জন রেজিস্ট্রেশন করেছেন। সামগ্রিক সেবা সহজিকরণ এবং ভোটার তথ্যের নিরাপত্তার স্বার্থে ফেস ডিটেকশনের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন সেবা চালু আছে।’
তিনি বলেন, ‘এনআইডি সেবা সুচারুভাবে করতে থানা ও উপজেলা সহকারী নির্বাচন অফিসার এবং একজন ডাটা এন্ট্রি অপারেটরের পদ সৃষ্টি করা হয়েছে। এই পদ দুটিতে নিয়োগ প্রক্রিয়া শেষ হলে এনআইডি সেবা আরও গতিশীল হবে।’
এনআইডি সেবা বিকেন্দ্রীকরণ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আবেদনের ধরন অনুযায়ী কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আবেদন নিষ্পত্তির ক্ষমতা দেয়া হয়েছে। এনআইডি ডাটাবেইজ আপগ্রেডেশন করায় নিরবিচ্ছন্ন সেবা দেয়া সম্ভব হচ্ছে।
সম্প্রতি এনআইডি নিবন্ধন নির্বাচন কমিশন (ইসি) থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ক্ষেত্রে ইসির ওজর-আপত্তি বা আট দফা যুক্তিকে আমলে না নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা বাস্তবায়নের পথে এগোচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এ লক্ষ্যে মন্ত্রণালয়ের রুলস অব বিজনেসের প্রয়োজনীয় সংশোধনী কার্যক্রমও এগিয়ে চলছে।
ইসির হাতে এনআইডি সেবা রাখার যুক্তি তুলে ধরে দেয়া চিঠি নাকচ করে দিয়ে ২০ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্বাচন কমিশনে চিঠি দেয়া হয়। এতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এনআইডি কার্যক্রম সুরক্ষা বিভাগে হস্তান্তরের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।