লকডাউন দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় ঘরমুখী মানুষের ভিড় বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে।
মানিকগঞ্জ পাটুরিয়া হয়ে ঢাকা থেকে যাওয়া মানুষের ভিড় এ ঘাটে।
শনিবার দুপুর ১২টার দিকে ঘাট এলাকায় দিয়ে দেখা যায়, পাটুরিয়া থেকে যে ফেরিগুলো আসছে, সেগুলোর প্রতিটিতেই ভিড়। তবে দৌলতদিয়া থেকে যাত্রীর তেমন ভিড় নেই।
এখানে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। মাস্ক ব্যবহারেও অনীহা দেখা গেছে সবার মধ্যে।
দূরপাল্লার বাস বন্ধ থাকায় মানুষ প্রাইভেট কার, মাইক্রোবাস, মিনি পিকাআপসহ বিভিন্ন যানবাহনে পাটুরিয়া ঘাটে এসে ফেরি পার হয়ে দৌলতদিয়া ঘাটে ভিড় জমাচ্ছে। ঘাটে আসতে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি ভাড়াও গুনতে হয়েছে যাত্রীদের। তবে দুই ফেরি ঘাটেই পর্যাপ্ত ফেরি থাকায় ফেরিতে উঠতে কোনো সমস্যা হচ্ছে না।
কুষ্টিয়াগামী আসলাম মিয়া নামে এক যাত্রী বলেন, ‘লকডাউন আরও বাড়তে পারে, তাই গতবারের দুর্ভোগের কথা চিন্তা করে আগেই পরিবারকে বাড়িতে রাখতে যাচ্ছি। অতিরিক্ত ভাড়া, বৃষ্টিতে ভোগান্তি চরম পর্যায়ে নিয়ে গেছে। এখন দৌলতদিয়া ঘাট থেকে বাড়ি পর্যন্ত যেতে পারলেই বাঁচি।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করোপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) ফিরোজ শেখ বলেন, ‘বর্তমানে এ নৌপথে ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। সাধারণ যাত্রীরা ফেরিতে উঠে যাচ্ছে, এতে আমাদের কিছুই করার থাকছে না ‘