বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বঙ্গবন্ধু সেতুর টোল বাড়ছে অক্টোবরে

  •    
  • ২৬ জুন, ২০২১ ০৮:২২

বঙ্গবন্ধু সেতুতে যানবাহনভেদে টোল বাড়ানো হচ্ছে ১০ থেকে সর্বোচ্চ ২০০ টাকা। এ সেতুর জন্য প্রথম টোল হার নির্ধারণ করা হয়েছিল ১৯৯৭ সালে। এর ১৪ বছর পর ২০১১ সালে টোল হার ১৭ শতাংশ বৃদ্ধি করে সরকার।

লাভে থাকা বঙ্গবন্ধু সেতু পারাপারের টোল বাড়িয়েছে সরকার। আগামী অক্টোবর মাসের প্রথম দিন থেকে এই বাড়তি টোল গুণতে হবে পারাপারকারী যানবহনকে। এমনকি বঙ্গবন্ধু সেতু ব্যবহারকারী বাংলাদেশ রেলওয়েকেও দিতে হবে বর্তমানের চেয়ে দ্বিগুণ টোল।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) ১১০তম বোর্ড সভায় টোল বাড়ানোর এই প্রস্তাব গৃহিত হয় বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন সেতু বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক।

এদিকে গত ৭ জুন জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বগুড়া-৫ আসনের সাংসদ হবিবর রহমানের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় সংসদকে জানান, বঙ্গবন্ধু সেতু থেকে এই পর্যন্ত ৬ হাজার ৪৩৪ কোটি ৩ লাখ টাকা টোল আদায় করা হয়েছে। যদিও বঙ্গবন্ধু সেতু নির্মাণে ব্যয় হয়েছিল ৩ হাজার ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা।

নতুন টোল অনুযায়ী, বঙ্গবন্ধু সেতুতে যানবাহনভেদে টোল বাড়ানো হয়েছে ১০ থেকে সর্বোচ্চ ২০০ টাকা। মোটরসাইকেলে ১০ টাকা বাড়িয়ে ৫০ টাকা, হালকা যানবাহনে ৫০ টাকা বাড়িয়ে ৫৫০ টাকা, মাইক্রো/পিকআপে ১০০ টাকা বাড়িয়ে ৬০০ টাকা, ছোট বাসে ১০০ টাকা বাড়িয়ে ৭৫০ টাকা, বড় বাসে ১০০ টাকা বাড়িয়ে ১ হাজার টাকা, ছোট ট্রাকে ১৫০ টাকা বাড়িয়ে ১ হাজার টাকা, মাঝারি ট্রাকে ১৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫০ টাকা, ৮ থেকে ১১ টনের ট্রাকে ২০০ টাকা বাড়িয়ে ১ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া তিন এক্সেলের ট্রাকে ২ হাজার টাকা, চার এক্সেলের ট্রেইলারে ৩ হাজার টাকা, চার এক্সেলের বেশি ট্রেইলারে ৩ হাজার টাকার পাশাপাশি অতিরিক্ত এক্সেলপ্রতি আরো ১ হাজার টাকা টোল নির্ধারণ করা হয়েছে। এতদিন সেতু পারাপারের ক্ষেত্রে এ ক্যাটাগরিগুলো অন্তর্ভুক্ত ছিল না। অন্যদিকে ট্রেন চলাচলের ক্ষেত্রে বার্ষিক টোল হার ৫০ লাখ থেকে ১ কোটি টাকা করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতুর জন্য প্রথম টোল হার নির্ধারণ করা হয়েছিল ১৯৯৭ সালে। এর ১৪ বছর পর ২০১১ সালে টোল হার ১৭ শতাংশ বৃদ্ধি করে সরকার। এক দশক পর দ্বিতীয় দফায় ফের ১৭ শতাংশ হারে টোল বাড়ল সেতুটির।

এই সেতু থেকে সরকারের আদায় করা টোল বা আয় নির্মাণব্যয়ের প্রায় দ্বিগুণ। তারপরও টোল বাড়াল সেতু কর্তৃপক্ষ।

জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর অপর এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ১৯৯৮ সালে সমাপ্ত বঙ্গবন্ধু সেতুর নির্মাণ ব্যয় ৩ হাজার ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা। আদায়কৃত অর্থ থেকে সেতুর রক্ষণাবেক্ষণ ব্যয়সহ সেতুর নির্মাণে উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের ঋণ পরিশোধ করা হয়।

এর আগে ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি সেতুমন্ত্রী সংসদকে জানান, বঙ্গবন্ধু সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩ হাজার ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা।

মন্ত্রী জানান, সেতুর নির্মাণে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নেয়া ঋণ ২০৩৪ সালে পরিশোধ শেষ হবে।

এ বিভাগের আরো খবর