বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিখোঁজ চীনা প্রকৌশলীর খোঁজ দিলে ২ লাখ টাকা

  •    
  • ২৫ জুন, ২০২১ ২০:২২

গত ২২ জুন মঙ্গলবার রাত ৮টায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর নির্মাণাধীন বৈদ্যুতিক খুঁটির বার্জ থেকে নিখোঁজ হন চীনা প্রকৌশলী জো জিয়ান চেং। এরপর থেকে উদ্ধারকারীরা তাকে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে খুঁজে চলছেন।

পদ্মা সেতু প্রকল্পে কর্মরত নিখোঁজ চীনা প্রকৌশলী জো জিয়ান চেং (৩৮) এর সন্ধানে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানি।

চায়না মেজর ব্রিজ কোম্পানির প্রধান মি. সাই জানান, জো জিয়ান চেংয়ের জীবিত বা মৃত যেকোনো অবস্থার সন্ধান দিতে পারলে এ পুরস্কার দেয়া হবে। ইতোমধ্যে পদ্মা তীরবর্তী নৌযান শ্রমিক, জেলে, তীরবর্তী গ্রামগুলোতে এ বিষয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।

গত ২২ জুন মঙ্গলবার রাত ৮টায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর নির্মাণাধীন বৈদ্যুতিক খুঁটির বার্জ থেকে নিখোঁজ হন চীনা প্রকৌশলী জো জিয়ান চেং। এরপর থেকে উদ্ধারকারীরা তাকে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে খুঁজে চলছেন।

ধারণা করা হচ্ছে, যেখানে ওই প্রকৌশলী কাজ করছিলেন সেখানে পানিতে পড়ে চেং নিখোঁজ হয়ে থাকতে পারেন। তবে এর বাইরেও বিভিন্ন স্থানে খোঁজ করা হচ্ছে। অন্য কোথাও আছেন কি না সেটাও দেখা হচ্ছে।

মাওয়া নৌ পুলিশের অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নদীসহ বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করা হয়েছে। নদীর আশপাশের সব থানাকে তার বিষয়ে তথ্য পাঠানো হয়েছে। জো জিয়াং এর সন্ধান পেতে পুরস্কার ঘোষণা করেছে তার কোম্পানি।

নিখোঁজের দিন মাঝ নদীতে বার্জে এসে রাতের শিফটের কাজ শুরু করেছিলেন প্রকৌশলী জিয়ান চেং। সবশেষ তাকে রেলিংয়ের পাশে বসে থাকতে দেখা যায়। এ সময় অন্য দেশি-বিদেশি প্রকৌশলীরা সেখানে কাজ করছিলেন। এরপর থেকেই উধাও তিনি।

প্রায় ছয় মাস আগে পদ্মা সেতুর কাজে যোগ দিয়েছিলেন জিয়ান চেং। থাকতেন বার্জের ভেতরেই।

এ বিভাগের আরো খবর