অপরাধীর অবস্থান শনাক্তের জন্য নতুন প্রযুক্তি কিনতে যাচ্ছে পুলিশের এলিট ফোর্স র্যাব।
অর্থমন্ত্রী আহ ম মুস্তফা কামালের উপস্থিতিতে বুধবার অর্থনৈতিক বিষয় ও ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রযুক্তিটি কেনার জন্য ২৯ কোটি ৬৪ লাখ ৩৯ হাজার ৬০০ টাকার প্রস্তাবটিতে অনুমোদন দেয়া হয়।
এর আগে গত মার্চে অপরাধীর অবস্থান শনাক্তে নতুন এই প্রযুক্তির জন্য দরপত্র আহ্বান করে র্যাব।
থ্রিসিক্সটি টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠান সাইপ্রাসের ডেলহাজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান থেকে প্রযুক্তিটি কেনা হবে।
র্যাব বলছে, এই প্রযুক্তি যুক্ত হওয়ার মাধ্যমে অপরাধী শনাক্ত ও দমনে আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবে তারা।
এই প্রযুক্তি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও গোয়েন্দা পুলিশ-ডিবির কাছে রয়েছে। র্যাব এই প্রযুক্তির মাধ্যমে অপরাধ দমনে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করেন আইটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘র্যাবের জন্য যে প্রযুক্তি কেনা হচ্ছে তা দিয়ে অপরাধীর রিয়েল টাইম অবস্থান জানা যাবে।’
নতুন এই সংযোজনের ফলে প্রযুক্তির দিক থেকে র্যাব আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
তিনি বলেন, ‘প্রযুক্তির দিক থেকে নতুন কিছু আসলে র্যাব সেটা ব্যবহারের জন্য আবেদন জানায়। এক্ষেত্রেও তাই হয়েছে। পুলিশ সদর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে অর্থ মন্ত্রণালয়ে যাওয়ার পর অর্থের অনুমোদন দেয়া হয়েছে।
‘আমরা এখন তাৎক্ষণিকভাবে যে কোনো ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য অনসাইট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম (ওআইভিএস) নামের একটি আধুনিক প্রযুক্তির ডিভাইস ব্যবহার করছি। এতে সাফল্য বাড়ছে। একইভাবে নতুন প্রযুক্তি র্যাবের হাতে আসলে অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।’