ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ভোটে বড় জয় পেয়েছে আওয়ামী লীগ। ২০৪টি ইউপির মধ্যে ১৪৮টিতেই বেসরকারিভাবে চেয়ারম্যান হয়েছেন ক্ষমতাসীন দলটির প্রার্থীরা।
পাঁচ বছর পর তৃণমূলের প্রশাসনিক প্রতিনিধি নির্বাচনের এই প্রক্রিয়ায় প্রথম ধাপের ভোট হয় সোমবার। এদিন দেশের ১৩টি জেলার ৪১টি উপজেলার ২০৪টি ইউনিয়নের ভোটাররা সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পান। অবশ্য করোনাভাইরাস ভোট উৎসবের আনন্দ অনেকাংশে কমিয়ে দেয়।
২০৪ ইউপির মধ্যে ১৮৪টিতে ব্যালটের মাধ্যমে এবং ২০টিতে ইভিএম পদ্ধতিতে নির্বাচন হয়।
২০৪টি ইউপির মধ্যে চেয়ারম্যান পদে ভোট হয় ১৭৬টিতে। কারণ ২৮টিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
সব মিলিয়ে আওয়ামী লীগের ১৪৮ জন চেয়ারম্যান প্রার্থী জয় পেয়েছেন। বিএনপি এই নির্বাচন বয়কট করেছে। ৪৯টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এ ছাড়া জাতীয় পার্টির তিনজন, জাতীয় পার্টি- জেপির তিনজন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন করে চেয়ারম্যান হয়েছেন।
মাঠপর্যায় থেকে নির্বাচন কমিশনে (ইসি) আসা ফল বিশ্লেষণে এসব তথ্য জানা গেছে।
সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। নির্বাচনি সহিংসতায় প্রাণ গেছে তিনজনের।
ইসি সূত্র জানায়, প্রথম ধাপে ২০৪ ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে ৮৫৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সংরক্ষিত নারী সদস্য পদের লড়াইয়ে ছিলেন ২ হাজার ১৫৪ জন এবং সাধারণ সদস্য পদে ৬ হাজার ৯৬০ জন। ১ হাজার ৮৩৬টি ভোটকেন্দ্রের ১০ হাজার ২৬০টি ভোটকক্ষে ভোট নেয়া হয়।
নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মাঠে ছিলেন। নির্বাচনে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে ১২ হাজার ২০৭ জন এবং পোলিং অফিসার হিসেবে ২০ হাজার ৫২০ জন দায়িত্ব পালন করেন।