করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকাকে বিচ্ছিন্ন করতে পার্শ্ববর্তী ৪ জেলাসহ ৭ জেলায় ৯ দিনের কঠোর লকডাউন আরোপ করা হলেও অন্যান্য জেলার সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ অব্যাহত থাকবে। তবে এই সময়ে লকডাউন আরোপ করা জেলাগুলোতে থাকবে না কোনো ট্রেন। বন্ধ থাকবে লোকাল ট্রেনও।
সোমবার রাত ৮টার দিকে এ সিদ্ধান্তের কথা জানান রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া কোনো ট্রেন লকডাউনের আওতায় থাকা জেলাগুলোতে না থেমে সরাসরি গন্তব্যে চলে যাবে।
সচিবালয়ে সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি বৈঠকে করোনা রুখতে ঢাকাকে বিচ্ছিন্নের সিদ্ধান্ত হয়। কঠোর লকডাউন আরোপ করা হয় নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ীতে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পর রেল চলাচল নিয়ে সিদ্ধান্ত হয় বলে সাংবাদিকদের জানান রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
তিনি বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের গন্তব্যে যাওয়ার পথে যদি কোনো লকডাউন এলাকা পড়ে, সেখানে ট্রেন থামবে না। যাত্রী ওঠানামা করবে না। লকডাউন এলাকা ক্রস করে ট্রেন গন্তব্যে যাবে।’
লকডাউনের আওতায় থাকা জেলাগুলোর মধ্যে ট্রেন চলাচল প্রসঙ্গে নূরুল ইসলাম বলেন, ‘সব লোকাল ট্রেন ওইসব এলাকায় চলাচল বন্ধ থাকবে। লকডাউন এলাকা থেকে কোনো আন্তনগর কিংবা লোকাল ট্রেন থামবেও না, ছাড়বেও না। লকডাউন এলাকায় ট্রেন চলাচল বন্ধ থাকবে।’
এই কৌশল মেনেই অন্য এলাকার ট্রেনগুলো চলাচল করবে বলেও জানান মন্ত্রী। বলেন, ‘আন্তনগর ট্রেনের ব্যাপারেও এ নিয়ম মেনে ট্রেন চলবে।’