বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নৌপথেও বিচ্ছিন্ন ঢাকা

  •    
  • ২১ জুন, ২০২১ ২০:০০

মঙ্গলবার ভোর ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত ঢাকার সঙ্গে সব ধরনের নৌযান বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। এই অবস্থা চলবে ৩০ জুন পর্যন্ত। তবে পণ্য পরিবহন এবং জরুরি সেবাদানকারী নৌযানের ক্ষেত্রে এই আদেশ কার্যকর হবে না।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্নে পার্শ্ববর্তী ৪ জেলাসহ ৭ জেলায় শাটডাউন চলাকালে রাজধানীর সঙ্গে নৌপথেও সব ধরনের যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার ভোর ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত ঢাকার সঙ্গে সব ধরনের নৌযান বন্ধের সিদ্ধান্ত জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এই অবস্থা চলবে ৩০ জুন পর্যন্ত। তবে পণ্য পরিবহন এবং জরুরি সেবাদানকারী নৌযানের ক্ষেত্রে এই আদেশ কার্যকর হবে না।

সচিবালয়ে সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি বৈঠকে করোনা রুখতে ঢাকাকে বিচ্ছিন্নের সিদ্ধান্ত হয়। সে লক্ষ্যে রাজধানীর পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে শাটডাউন। পাশাপাশি মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ীতেও শাটডাউন আরোপ করা হয়েছে। এ অবস্থা চলবে ৩০ জুন পর্যন্ত।

সন্ধ্যায় বিআইডব্লিউটিএর জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ জেলায় নৌপথে অর্থাৎ ঢাকা-মাদারীপুর, ঢাকা-মিরকাদিম/মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ/চাঁদপুর/নড়িয়া, শিমুলিয়া (মুন্সিগঞ্জ)-বাংলাবাজার (মাদারীপুর)/মাঝিকান্দি (শরীয়তপুর), আরিচা (মানিকগঞ্জ) কাজিরহাট, পাটুরিয়া (মানিকগঞ্জ)-দৌলতদিয়া (রাজবাড়ী) নৌপথসহ উল্লেখিত জেলার সংশ্লিষ্ট নৌপথে সকল ধরনের যাত্রীবাহী নৌযান (লঞ্চ/স্পিডবোট/ট্রলার/অন্যান্য) বন্ধ থাকবে।

এ নির্দেশনার আলোকে উল্লেখিত জেলাগুলোর লঞ্চঘাট ছাড়া দেশের যেকোনো স্থান হতে ছেড়ে আসা যাত্রীবাহী নৌযানগুলো পথিমধ্যে মাদারীপুর, পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মিরকাদিম লঞ্চঘাট ছাড়তে বা ভিড়তে পারবে না।

এ বিভাগের আরো খবর