বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘বন্ধু’ মোমেনের ডিও লেটারে ‘বিস্মিত’ মান্নান

  •    
  • ২১ জুন, ২০২১ ০০:০৫

গত সোমবার পররাষ্ট্রমন্ত্রী ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি স্থানীয় একটি দৈনিকের সংবাদকে উদ্দেশ্য করে তার ও পরিকল্পনামন্ত্রীর বন্ধুত্বের কথা তুলে ধরেন। তা নিয়ে রোববার আরেক স্টাটাসে বিস্ময় প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী।

সিলেট-সুনামগঞ্জ রেললাইন স্থাপনে সুনামগঞ্জের পাঁচ সংসদ সদস্যের চিঠি সমর্থন করে রেলমন্ত্রী নুরুল ইসলামকে ডিও লেটার দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবে সেই চিঠি সম্পর্কে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কিছুই জানেন না। এ নিয়ে পররাষ্ট্র ও পরিকল্পনামন্ত্রী ফেসবুকে পাল্টিপাল্টি স্ট্যাটাস দিয়েছেন।

১৪ জুন পররাষ্ট্রমন্ত্রী ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি স্থানীয় একটি দৈনিকের সংবাদকে উদ্দেশ্য করে তার ও পরিকল্পনামন্ত্রীর বন্ধুত্বের কথা তুলে ধরেন। তা নিয়ে রোববার আরেক স্ট্যাটাসে বিস্ময় প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী।স্ট্যাটাসে মোমেন লেখেন, ‘মান্নান আমার বন্ধু, মান্নানের সাথে আমার সম্পর্ক ৫০ বছরের অধিক। আমি এবং মান্নান সুখে দুঃখে সবসময়ই ছিলাম এবং আছি, ভবিষ্যতেও আমৃত্যু থাকব বলেই আশা করি। দুঃখজনক যে সিলেটের একটি স্থানীয় সংবাদপত্রে দেখলাম আমার এবং মান্নান এর মধ্যে নাকি দ্বন্দ্ব রয়েছে, এবং এই দ্বন্দ্বের কারণে নাকি সিলেটের অনেক উন্নয়ন ব্যাহত হচ্ছে! কে বা কারা এই সংবাদটি প্রচার করছেন জানি না তবে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। যে বা যারা এটি প্রচার করছেন তারা হয়তোবা কোনো বিশেষ বা অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য করছেন। ফেসবুকে এই স্ট্যাটাসটির প্রয়োজন আছে বলে মনে করছি না তবে একটি বিশেষ কারণে দিচ্ছি আর তা হল আমার এবং মান্নানের স্থানীয় অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন আর তাদের মধ্যে যাতে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয়।দোয়া রইল।আব্দুল মোমেন’

তবে এই স্ট্যাটাস ভালোভাবে নেননি পরিকল্পনামন্ত্রী। তার দপ্তর থেকে দেয়া আরেক ফেসবুক স্ট্যাটাসে সুনামগঞ্জ থেকে ছাতক পর্যন্ত প্রস্তাবিত রেললাইন নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকায় বিস্ময় প্রকাশ করেন। ওই স্ট্যাটাসে দুই জনের মধ্যে দীর্ঘ ৫০ বছরের বন্ধুত্বের কথা উল্লেখ করে বলা হয়, এই বিষয়ে তার (পররাষ্ট্রমন্ত্রী) ভূমিকা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না।

গত ১২ জুন সিলেটের স্থানীয় একটি দৈনিক ‘ দুই মন্ত্রীর দ্বন্দ্বে থমকে যাচ্ছে সিলেটের উন্নয়ন’ শীর্ষক একটি সংবাদ প্রকাশ করে। পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় দৈনিকের এমন প্রতিবেদনে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দেন।

সেই স্ট্যাটাসের সূত্র ধরেই রোববার স্ট্যাটাসটি দেয়া হয় পরিকল্পনামন্ত্রীর দপ্তর থেকে।

স্ট্যাটাসে বলা হয়, ‘এটা সত্য যে ড. মোমেনের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘ ৫০ বছরের। কিন্তু তিনি সুনামগঞ্জের পাঁচ সংসদ সদস্যের পাশে রয়েছেন উল্লেখ করে রেলমন্ত্রীর কাছে যে আধা সরকারি পত্র (ডিও) দিয়েছেন, তা আমাকে বিস্মিত করেছে। তিনি যে পাঁচ এমপির পক্ষে অবস্থান নিয়েছেন, সেখানে জাতীয় পার্টির এমপিও রয়েছেন। তিনি (পররাষ্ট্রমন্ত্রী) ভালো করেই জানেন, আমিও সুনামগঞ্জের সংসদ সদস্য। সুনামগঞ্জের সঙ্গে রেল সংযোগের বিষয়ে তার মতো আমিও অবগত আছি। আমি এ বিষয়ে তার চেয়ে বেশি জানি। আমি মনে করি, তার বর্ণিল জীবনে তিনি কখনো সুনামগঞ্জে যাননি। সুনামগঞ্জে কখনো তার পা পর্যন্ত পড়েনি। কোনো একটি পক্ষে অবস্থান নেয়ার বিষয়ে অন্য কেউ হলে এই পরিস্থিতিতে আমার সঙ্গে যোগাযোগ করতেন। কিন্তু আমাদের দীর্ঘ ৫০ বছরের বন্ধুত্ব এবং একই সঙ্গে আমরা দুজনই মন্ত্রিসভার সদস্য, তাই এ বিষয়টি (রেলমন্ত্রীকে ডিও লেটার) কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না।’

এ বিভাগের আরো খবর