বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র বাধ্যতামূলক

  •    
  • ২০ জুন, ২০২১ ১৭:৫৭

সড়ক পরিবহনবিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাতীয় সংসদে পাস হওয়ার অপেক্ষায় থাকা সড়ক পরিবহন আইনের আলোকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। টাস্কফোর্স সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

পরিবহনখাতে কর্মরত চালক-শ্রমিক সবার নিয়োগপত্র থাকা বাধ্যতামূলক করছে সরকার। নিয়োগপত্র না থাকলে আটকে দেয়া হবে ড্রাইভিং লাইসেন্স। শিগগিরই বিষয়টি নিষ্পতি করার লক্ষ্যে পরিবহন মালিক-শ্রমিকদের নির্দেশনা দেয়া হয়েছে।

সচিবালয়ে রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সড়ক পরিবহনবিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাতীয় সংসদে পাস হওয়ার অপেক্ষায় থাকা সড়ক পরিবহন আইনের আলোকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। টাস্কফোর্স সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘পরিবহন শ্রমিকদের মালিকপক্ষ থেকে নিয়োগপত্র দিতে হবে। তারা দুই পক্ষ খুব তাড়াতাড়ি বিষয়টি বাস্তবায়ন করবেন বলে জানিয়ে গেছে।’

এমন সিদ্ধান্তের কারণ তুলে ধরে মন্ত্রী বলেন, ‘সড়ক আইনটি যেহেতু হচ্ছে, সেটার মধ্যে সুস্পষ্টভাবে আছে যে মালিকদেরকে অবশ্যই নিয়োগপত্র দিতে হবে। সে আইনটা পাস হয়েছিল। কিন্তু সেটা আবার পরিশুদ্ধ করে আমাদের পার্লামেন্টে আসছে।’

বিষয়টি বাস্তবায়নে জটিলতা আছে বলে স্বীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ‘আর এটা নিয়ে অনেক জটিলতা আছে। আমরা দীর্ঘ আলাপ করেছি। চালক ও শ্রমিকরা-এরা বিভিন্ন সময় জায়গা পাল্টায়। এক মালিকের কাছ থেকে আরেক মালিককের কাছে চলে যায়। নানা ধরনের কথা-বার্তা আসছে।’

মালিক-শ্রমিক দুইপক্ষকে বসে শিগগিরই ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘মহাসড়ক বিভাগের সচিব এখানে আছেন। বিআরটিএও সেখানে ব্যবস্থা নেবেন। তারা (পরিবহন শ্রমিকরা) রেজিস্ট্রেশন করার সময় সেগুলো না দেখাতে পারলে রেজিস্ট্রেশন দেবেন না- এমন কথা বার্তাও হচ্ছে।’

এ বিভাগের আরো খবর