বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির ৮০তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সে ১৭১ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেছেন।
চট্টগ্রামের ভাটিয়ারিতে বিএমএ প্যারেড গ্রাউন্ডে বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তাদেরকে র্যাংক পরানো হয়েছে।
কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে ৫ ফিলিস্তিনি এবং এক শ্রীলংকান অফিসার রয়েছেন। তারা এবার নিজ নিজ দেশের সেনাবাহিনীতে যোগ দেবেন।
বাংলাদেশি কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে ১৫২ জন পুরুষ ও ১৩ জন নারী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে তিনি কৃতি ক্যাডেটদের পুরষ্কার বিতরণ করেন।
সব বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার সারতাজ মাহবুব কোর্সে সেরা চৌকস ক্যাডেট নির্বাচিত হন। তিনি লাভ করেন সোর্ড অব অনার। কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার আশরাফুল আলম সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক অর্জন করেন।
এক পর্যায় ক্যাডেটরা আনুষ্ঠানিক শপথ নেন। পরে বাবা-মা ও অভিভাবকরা নবীন অফিসারদের র্যাংক পরিয়ে দেন।
অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের বাবা-মা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।