বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শান্তি সূচকে সাত ধাপ এগিয়ে ৯১তম বাংলাদেশ

  •    
  • ১৭ জুন, ২০২১ ১৮:৩০

বৈশ্বিক শান্তি সূচকে ২.০৬৮ স্কোর করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশটির উপরে আছে ভুটান ও নেপাল।

বৈশ্বিক শান্তি সূচক-২০২১ এ গত বছরের চেয়ে সাত ধাপ এগিয়ে ১৬৩টি দেশের মধ্যে ৯১তম স্থান অর্জন করেছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ইকোনমিক্স অ্যান্ড পিস প্রতি বছর বৈশ্বিক শান্তি সূচক তৈরি করে।

নিরাপত্তা ও সুরক্ষা, সামরিকীকরণ এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাতের মাত্রার ওপর ভিত্তি করে সবচেয়ে বেশি শান্তিপূর্ণ থেকে সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশের তালিকা করা হয়।

চলতি বছরের সূচক বৃহস্পতিবার প্রকাশ করেছে ইনস্টিটিউট অফ ইকোনমিক্স অ্যান্ড পিস

বৈশ্বিক শান্তি সূচকে ২.০৬৮ স্কোর করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশটির উপরে আছে ভুটান ও নেপাল।

শান্তি সূচকে ২.০৩৩ স্কোর করে ৮৫তম অবস্থান নিয়ে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে নেপাল। প্রথম স্থানে আছে ১.৫১ স্কোর করা ভুটান। তালিকায় দেশটির অবস্থান ২২।

২০২১ সালের সূচকে এশীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ সিঙ্গাপুর। বিশ্বে দেশটির অবস্থান ১১।

এ বছরের সূচকে দেখা যায়, বৈশ্বিক শান্তির গড় মাত্রা ০.০৭ শতাংশ হ্রাস পেয়েছে। গত ১৩ বছরে এ নিয়ে নয়বার টানা বৈশ্বিক শান্তিতে অবনমন ঘটে।

বিশ্বের ৮৭টি দেশের শান্তি পরিস্থিতি উন্নতি ঘটেছে। অন্যদিকে ৭৩টি দেশের পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে।

সূচক অনুযায়ী শান্তিপূর্ণ দেশের তালিকার সবার উপরে আছে আইসল্যান্ড। ২০০৮ সাল থেকেই দেশটি টানা ১ম অবস্থানে রয়েছে। আর দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান শান্তিপূর্ণ দেশের তালিকার সবার নিচে অবস্থান করছে। এ নিয়ে টানা চারবার দেশটি ১৬৩টি তম অবস্থান ধরে রখেছে।

ভারত ২.৫৫৩ স্কোর করে তালিকায় ১৩৫তম অবস্থানে রয়েছে। অন্যদিকে পাকিস্তান ২.৮৬৮ স্কোর করে ১৬৩টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৫০তম। আর ২.০৮৩ স্কোর করে ৯৫ স্থানে রয়েছে শ্রীলঙ্কা।

এ বিভাগের আরো খবর