বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় সংক্রমণের বিস্তার রোধে শুক্রবার মধ্যরাতে বন্ধ হচ্ছে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রীবাহী সব ট্রেন চলাচল। আগামী ১৭ জুন মধ্যরাত পর্যন্ত ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ রেলভবনের মহাপরিচালকের কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সই করেন পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সফিকুর রহমান।
করোনা মহামারির কারণে ৪৯ দিন ট্রেন বন্ধ থাকার পর ২৪ মে রাজশাহী থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়।
কিন্তু মে মাসের শেষ দিক থেকে রাজশাহী অঞ্চলে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোরে করোনা সংক্রমণ বেড়ে যায়।
প্রথমে সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে স্থানীয়ভাবে গত ২৪ মে থেকে সাত জুন পর্যন্ত দুই সপ্তাহের লকডাউন দেয়া হয় চাঁপাইনবাবগঞ্জে।
পাশের জেলা নওগাঁতেও সংক্রমণ বেড়ে গেলে ২ জুন নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় সাত দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। যা শেষ হলে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সেখানে কঠোর বিধিনিষেধ।
নাটোরেও সাত দিনের লকডাউন দিয়েছে স্থানীয় প্রশাসন। নাটোর সদর ও সিংড়ায় ৯ জুন সাত দিন করে লকডাউন দেয়া হয়। বন্ধ ঘোষণা করা হয় সব গণপরিবহন।
আর রাজশাহীতে লকডাউন শুরু হচ্ছে শুক্রবার বিকেল থেকে।