দারিদ্র্যমুক্ত দেশ গড়তে আগে তৃণমূলের উন্নয়ন চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিল ও হাউস কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইনান্সে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিল ও হাউস কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইনান্সে ২৪২ কোটি টাকা অনুদান দিয়েছে বেসরকারি ব্যাংক উদ্যোক্তা মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস (বিএবি)।
এ ছাড়া আরও বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানও এ তহবিলে অর্থ সহায়তা দিয়েছে। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমাদের যদি দারিদ্রমুক্ত দেশ গড়তে হয় তাহলে তৃণমূলে আগে যেতে হবে। একেবারে তৃণমূলের সাধারণ মানুষ তাদের আর্থিক স্বচ্ছলতা আনতে হবে।
‘সে সাথে আমরা যে শিল্পায়ন করতে চাই, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে চাই। আমাদের জনগণের ক্রয় ক্ষমতা যদি না বাড়ে তাহলে আমাদের নিজস্ব মার্কেট তৈরি হবে না। বাজার তৈরি করা, নিজের দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানো, উৎপাদিত পণ্য যেন আমাদের দেশের মানুষ যেন কেনার মতো সক্ষমতা অর্জন করতে পারে সেভাবেই আমরা আমাদের দেশের মানুষকে গড়ে তুলতে চাই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ব্যবসা বাণিজ্য আরও সম্প্রসারিত হবে সে লক্ষ্য নিয়েই আমরা আমাদের দারিদ্র বিমোচন থেকে শুরু করে উন্নত জাতি হিসেবে আমরা দেশকে গড়ে তুলতে চাই।’
‘আওয়ামী লীগের নীতিটাই হচ্ছে তৃণমূলের মানুষের আর্থিক স্বচ্ছলতা নিয়ে আসা। তাদেরকে দারিদ্রের হাত থেকে মুক্ত করা। তাদের দারিদ্রের হাত থেকে রক্ষা করা। তাদের ক্রয় ক্ষমতা বাড়ানো। সে লক্ষ্য নিয়েই আমাদের এ উদ্যোগ।’
এ সময় করোনা মোকাবেলায় সহযোগিতা করায় ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান সরকার প্রধান।
তিনি বলেন, ‘করোনা মহামারি আমাদের ওপর যে আঘাতটা এনেছে সেই ছোবল থেকে আমাদের দেশের মানুষকে বাঁচাতে হবে। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এ ক্ষেত্রে যারা সহযোগিতার হাত বাড়িয়েছে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।’
‘অন্তত এটুকু বলতে পারি, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় আছে ব্যবসা বাণিজ্যে কারো কোনো সমস্যা হয় না,’ যোগ করেন তিনি।