সামাজিক নিরাপত্তা কাজে স্থানীয় সংসদ সদস্যদের পাশাপাশি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের অন্তর্ভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
একইসঙ্গে করোনাকালে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অটিস্টিক শিশুদের জন্য বিশেষ কার্যক্রম নেয়া এবং বিশেষ শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কলেজের কার্যক্রম অত্যন্ত সতর্কতা ও গুরুত্ব সহকারে করার সুপারিশ করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠকে এই সুপারিশ করা হয়েছে।
বুধবার সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির বৈঠকটি হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রাশেদ খান মেনন।
বৈঠকে কমিটির সদস্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, অ্যারোমা দত্ত, শবনম জাহান এবং কাজী কানিজ সুলতানা উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে আরও ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান।
বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জিটুপি পদ্ধতির মাধ্যমে ভাতা প্রদান কার্যক্রমের অগ্রগতি, শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ) সম্পর্কে নেয়া সিদ্ধান্তের অগ্রগতি, করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এর অধীনস্ত দপ্তরগুলোর বিভিন্ন কাজের অগ্রগতি এবং বিশেষ শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কলেজ, জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্রের জনবল ও সার্বিক কাজ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, ২০২০-২১ অর্থবছর থেকে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তির টাকা জিটুপি পদ্ধতিতে বিতরণের কাজ চলমান আছে।
এই চারটি কর্মসূচিতে ৮৮ লাখ ৫০ হাজার ভাতাভোগীর মধ্যে এ বছরের ৭ জুন পর্যন্ত প্রায় ৮৭ লাখ ৭৫ হাজার ৬০০ জনের ডাটা ম্যানেজমেন্ট ইনফরমেশনের অন্তর্ভুক্ত করা হয়েছে। অবশিষ্ট কাজও চলমান আছে।
অবশিষ্টাংশের এন্ট্রি ও ভেলিডেশনের কাজ চলমান আছে। কমিটি মন্ত্রণালয় ও অধিদপ্তরের এ কাজের সফলতার জন্য সন্তোষ প্রকাশ করে এবং সারা দেশে এ কাজের সঙ্গে সম্পৃক্ত সবাইকে অভিনন্দন জানায়।
বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানরাসহ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।