বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অর্থ পাচার: তালিকা প্রকাশ না পেলে মন্ত্রণালয় ঘেরাও

  •    
  • ৯ জুন, ২০২১ ১৫:৪৪

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারসহ দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে। কিন্তু কানাডার বেগমপাড়ায় যারা অর্থ পাচার করে বাড়ি কিনেছে, তাদের নাম এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।’

এক সপ্তাহের মধ্যে অর্থ পাচারকারী ও দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ না করলে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি জানান সংগঠনটির নেতা-কর্মীরা।

সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারসহ দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে। কিন্তু কানাডার বেগমপাড়ায় যারা অর্থ পাচার করে বাড়ি কিনেছে, তাদের নাম এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।’

জাতীয় সংসদে গত সোমবার বক্তৃতাকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অর্থ পাচার বন্ধে একপ্রকার অসহায়ত্ব প্রকাশ করেন। তিনি বলেন, দেশের মানুষের কষ্টার্জিত টাকা বিদেশে চলে গেলে অন্যদের মতো তারও বেদনার অনুভূতি হয়।

মন্ত্রী বাংলাদেশ থেকে যারা অর্থ পাচারে জড়িত, তাদের নামের তালিকা আহ্বান করেন বিরোধী দলের সাংসদদের কাছে।

তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে টাকা যায়। কীভাবে যায়, এটা আমি বুঝতে পারি। কিন্তু কারা নেয়, এটা জানি না। কারা টাকা নিয়ে যায়, লিস্ট আমার কাছে নেই। নামগুলো আমাদের দেন। কাজটি করা আমাদের জন্য সহজ হবে।’

খোঁজ নিয়ে দেখা গেছে, অর্থ পাচারকারীদের একাধিক তালিকা এই মুহূর্তে সরকারের হাতেই আছে। অর্থমন্ত্রীর নিজের মন্ত্রণালয়ের অধীন একাধিক সংস্থাসহ সরকারের কয়েকটি সংস্থা ও মন্ত্রণালয় এসব তালিকা তৈরি ও সংগ্রহ করেছে।

কয়েক মাস আগে পররাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে কানাডায় অর্থ পাচারকারী ২৮ জনের একটি তালিকা ওই দেশের সরকারের কাছ থেকে সংগ্রহ করেছেন বলেও জানিয়েছিলেন। কানাডার প্রবাসী বাংলাদেশিরাও দীর্ঘদিন ধরে সে দেশে টাকা পাচারকারী বাংলাদেশিদের প্রতিরোধে আন্দোলন করে যাচ্ছেন।

অর্থ পাচারকারীদের বিষয়ে তদন্ত করার দায়িত্বে সরকারের যেসব সংস্থা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), এনবিআরের সেন্ট্রাল ইন্টিগ্রেশন সেল (সিআইসি) এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমিনুল ইসলাম বলেন, ‘আপনার বক্তব্য অনুযায়ী সেই ২৮ জন অর্থ পাচারকারী দুর্নীতিবাজের নামের তালিকা জাতির সামনে অবিলম্বে প্রকাশ করতে হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইনের দৃষ্টিতে সবাই সমান। আমলা, রাজনীতিবিদ, ব্যবসায়ী যারাই অবৈধভাবে বিদেশে অর্থ পাচার করেছে, তাদের কঠোর শাস্তি দিতে হবে। জনগণের টাকা যারা লুট করে বিদেশে পাচার করেছে, তাদের নামের তালিকা জাতির সামনে প্রকাশ করা আপনার নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি।

‘আপনার সেই বক্তব্যের পরেই হাইকোর্ট বিষয়টি নজরে এনে তথ্য জানতে চাইলেও দুদক এখন পর্যন্ত আদালতকে সেই ২৮ জন অর্থ পাচারকারী দুর্নীতিবাজের তথ্য দিতে পারেনি। আমরা প্রত্যাশা করি, আপনি সেই তালিকা জাতির সামনে দ্রুত প্রকাশ করবেন।’

বিক্ষোভ সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মো. আল মামুনসহ মঞ্চের অন্য কর্মীরাও উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর