ইতিহাসে মহাপরাক্রমশালী শাসক মিশরের ফেরাউনরাও আমলাতন্ত্রের বিকল্প বের করতে পারেনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা পরবর্তী সংবাদ সম্মেলনে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য নেয়া ‘বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের সূত্র ধরে তিনি এ মন্তব্য করেন।
এম এ মান্নান বলেন, ‘এ প্রকল্পটি আমাদের আমলাতন্ত্রের জন্য। তবে হ্যাঁ আমলাতন্ত্র মন্দ নয়, আমলাতন্ত্র ভালো। আমলাতন্ত্রের বিকল্পও নাই, কেউ বের করতে পারে নাই। সোভিয়েত পারে নাই, চীনারা পারে নাই, এমনকি শক্তিশালী ফেরাউনও পারে নাই।’
তিনি বলেন, ‘খলিফারাও পারে নাই। সবার সময়েই আমলাতন্ত্র ছিল। সবাই আমলাতন্ত্রের ওপর ভরসা করেছে। এ ছাড়া উপায়ও নাই।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একনেক সভায় পাস হওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্পটি ২০১৭ সালের জুলাই মাসে শুরু হয়ে ২০২০ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। পরে এর মেয়াদ বাড়িয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত করা হয়। শুরুতে এই প্রকল্পের মূল ব্যয় ছিল ৮৫৯ কোটি টাকা। সংশোধনীর মাধ্যমে ৩৪৮ কোটি টাকা ব্যয় বেড়ে এখন দাঁড়িয়েছে ১২০৭ কোটি ৪১ লাখ টাকা।