বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভুয়া মামলায় জেল: জড়িতদের খুঁজতে সিআইডিকে নির্দেশ

  •    
  • ৬ জুন, ২০২১ ২০:২৮

ঢাকা মহানগর হাকিম আদালতে ঝালকাঠি থানার রাজাপুরের রফিকুল ইসলামের বিরুদ্ধে জাকির হোসেন নামের একজন মামলা করেন। যার ঠিকানা হিসেবে ধানমন্ডি উল্লেখ করা হয়। এই মামলায় গ্রেপ্তার হয়ে আট দিন জেল খাটেন রফিকুল।

ভুয়া মামলা দিয়ে ঝালকাঠির এক ব্যক্তিকে জেল খাটানোর ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আগামী ৩০ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটিকে।

রোববার বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এ ছাড়া মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে ৮ আগস্ট।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

তিনি জানান, ঢাকা মহানগর হাকিম আদালতে ঝালকাঠি থানার রাজাপুরের রফিকুল ইসলামের বিরুদ্ধে জাকির হোসেন নামের একজন মামলা করেন। যার ঠিকানা হিসেবে ধানমন্ডি উল্লেখ করা হয়।

মোরসেদ আরও জানান, এই মামলায় গ্রেপ্তার হয়ে আট দিন জেল খাটেন রফিকুল। জামিনে বের হওয়ার পর তিনি মামলার বাদীর ঠিকানা এবং তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে জানতে পারেন, ব্যবসায়িক শত্রুতার কারণে কয়েকজন সাজানো মামলাটি করেছেন।

এ ঘটনার প্রতিকার চেয়ে পরে আদালতে আবেদন করেন রফিকুল। আদালত তার আবেদনের ভিত্তিতে বাদীর ঠিকানা যাচাইয়ের আদেশ দেয় পুলিশকে। পরে পুলিশ আদালতে দেয়া প্রতিবেদনে জানায়, বাদীর ঠিকানার কোনো অস্তিত্ব নেই।

পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে মামলার বাদীসহ জড়িতদের খুঁজে বের করতে পরে হাইকোর্টে আবেদন করেন রফিকুল। ওই আবেদনের শুনানির পর হাইকোর্ট এ আদেশ দেয়।

এ বিভাগের আরো খবর