বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশের বিনিয়োগ চাইল ইথিওপিয়া

  •    
  • ৪ জুন, ২০২১ ১২:৫৭

নবনিযুক্ত রাষ্ট্রদূত নজরুল ইসলাম পরিচয়পত্র জমার সময় ইথিওপিয়ার সরকার ও জনগণের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন।

বাংলাদেশি উদ্যোক্তাদের ইথিওপিয়ার বিশেষায়িত অঞ্চলগুলোতে বিশেষ সুযোগ-সুবিধায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি সালেওয়ার্ক জুয়েদেক।

ইথিওপিয়ায় নিযুক্ত নতুন রাষ্ট্রদূত নজরুল ইসলাম দেশটির রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার সময় এ আহ্বান জানান।

দেশটির বিভিন্ন খাতে এই বিনিয়োগ আহ্বান জানান রাষ্ট্রপতি জুয়েদেক।

জবাবে রাষ্ট্রদূত নজরুল ইসলাম কৃষি ও শান্তি রক্ষায় বাংলাদেশের সাফল্য তুলে ধরে কৃষি কাজের জ্ঞান ও অভিজ্ঞতা ইথিওপিয়ার অব্যবহৃত কিন্তু উর্বর জমিতে প্রয়োগের প্রস্তাব দেন।

পাশাপাশি ইথিওপিয়ার সামরিক বাহিনী বাংলাদেশের সামরিক বাহিনীর কাছ থেকে উন্নত প্রশিক্ষণ সুবিধা নিতে পারেন বলেও অভিমত দেন।

পরিচয়পত্র জমার সময় রাষ্ট্রদূত ইথিওপিয়ার সরকার ও জনগণের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন।

তিনি ইথিওপিয়া ও বাংলাদেশের মধ্যে পাঁচ শতাব্দীর প্রাচীন দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘এই সম্পর্ক আন্তরিক ও গভীর সম্পর্ক পুনরুজ্জীবিত করার অন্যতম লক্ষ্য।’

রাষ্ট্রদূত বাংলাদেশের বিস্ময়কর আর্থ-সামাজিক উন্নয়ন, মুজিব শতবর্ষ উদযাপন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

বাংলাদেশের অভিজ্ঞতা ও বাংলাদেশিদের পেশাদারী নৈপুণ্য ইথিওপিয়ার উন্নতিতে কাজে লাগানোর প্রস্তাব করেন রাষ্ট্রদূত নজরুল ইসলাম।

ইথিওপিয়ার রাষ্ট্রপতি সালেওয়ার্ক জুয়েদেক বাংলাদেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নতির প্রশংসা করেন। অর্থনীতি ও সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা থেকে ইথিওপিয়া মূল্যবান শিক্ষা নেয়ার কথাও জানান।

রাষ্ট্রপতি জুয়েদেক বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে ইথিওপিয়ার জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশের প্রবর্তিত ক্ষুদ্র ঋণ ও নারীর ক্ষমতায়ন অন্য সবার জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।’

করোনাভাইরাস মহামারির পরে বাংলাদেশ থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধির সফরের প্রস্তাব করেন জুয়েদেক।

এ সময় ইথিওপিয়ার রাষ্ট্রপতিকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বাংলাদেশি রাষ্ট্রদূত নজরুল ইসলাম।

এ বিভাগের আরো খবর