বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনায় মারা গেলেন প্রাণিসম্পদ কর্মকর্তা

  •    
  • ৩ জুন, ২০২১ ১৫:১৭

৩৯ বছর বয়সী মেহেদী স্ত্রী, এক কন্যা, এক পুত্র ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এবং সচিব রওনক মাহমুদ।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মেহেদী হাসান সুমন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের লাইভস্টক ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা।

বুধবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মেহেদীর মৃত্যু হয় বলে বৃহস্পতিবার নিউজবাংলাকে নিশ্চিত করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন।

৩৯ বছর বয়সী মেহেদী স্ত্রী, এক কন্যা, এক পুত্র ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এবং সচিব রওনক মাহমুদ।

তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘ডা. মেহেদী হাসান সুমন ছিলেন একজন তরুণ মেধাবী কর্মকর্তা। কর্মক্ষেত্রে তিনি দক্ষতা ও সুনামের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করেছেন। দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে এ ক্ষণজন্মা কর্মকর্তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।’

সচিব রওনক মাহমুদ বলেন, ‘তার মতো বিনয়ী ও জনবান্ধব কর্মকর্তার মৃত্যু দেশের প্রাণিসম্পদ খাতের বিরাট ক্ষতি। তার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গভীরভাবে শোকাহত।’

এ বিভাগের আরো খবর