অনলাইনে প্রতারকদের কাছ থেকে নিজেও ‘অস্বাভাবিক প্রস্তাব’ বা ‘প্রলোভন’ পান বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বললেন, এ ধরনের প্রতারকদের নিয়ে সরকার উদ্বিগ্ন।
সচিবালয়ে বুধবার আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিটির আহ্বায়ক আ ক ম মোজাম্মেল এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন অনলাইন ব্যবসা। এটা নিয়ে আমরা উদ্বিগ্ন। আলোচনা হয়েছে। আমরা লক্ষ করেছি, একটা ফ্রিজের দাম দেড় লাখ টাকা। উনি অফার দেয়, আমরা ৮০ হাজার টাকায় দেব। ৭৫ হাজার টাকায় দেব। হয়তো ১০-২০ জনকে দেয়ও। ৫০০ মানুষ আবেদন করেছে, অমুক দিন দেব। যখন এভাবে বেশি টাকা হবে, আমরা আশঙ্কা করছি, হয়তো সে গা ঢাকা দেবে।’
এ সময় নিজের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমার মোবাইলে আমি বহুবার মেসেজ পেয়েছি। আপনার টাকা আমানত রেখে ২০ শতাংশ সুদ দেব। সরকার দেয় ৯ শতাংশ। সে ৯ শতাংশ হারে ব্যাংকের থেকে ঋণ নেয়। নিয়ে সে বলে আমি ২০ শতাংশ করে দেব, এটা কী করে সম্ভব। অর্থাৎ ধরে নেয়া যায়, তারা প্রতারণা করবে। এ রকম এক হাজার মানুষের নিয়ে দুই-তিন শ মানুষের কে দেবে।’
আইনের মাধ্যমে তাদের কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে জন্য আইন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও জানান আ ক ম মোজাম্মেল।
তিনি বলেন, ‘এদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া যায় কি না, কারণ তারা তো রেজিস্ট্রেশন করে। তারা প্রতারণা করবে, সেটা তো আগে বলতে পারবেন না। অস্বাভাবিক প্রস্তাব করলে তার কাছে কৈফিয়ত তলব করা যায় কি না, আগাম কিছু করা যায় কি না, আইন তৈরি করা যায় কি না, সেটা নিয়ে আইন মন্ত্রণালয়কে আমরা অবহিত করব।’
এসব অস্বাভাবিক কথা যারা বলে তাদের নজরদারিতে আনতে পুলিশের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
‘যুবক’ নামের একটি প্রতিষ্ঠান এভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পুলিশ বাহিনীকে আজকে দায়িত্ব দেয়া হয়েছে। এ রকম অস্বাভাবিক কথা যারা বলে, তারা কারা, তাদের সব পার্টিকুলার ডেটা রাখা, তারা যেন টাকা আত্মসাৎ করে পালিয়ে যেতে না পারে, অগ্রিম সতর্ক থাকার জন্য।’
এসব বিষয়ে জনগণকে সতর্ক করে প্রচার চালানোর সিদ্ধান্ত হয়েছে বলেও জানান আ ক ম মোজাম্মেল। বলেন, ‘এসব বিজ্ঞাপন যারা প্রচার করে, এদের জন্য সতর্কবাণী উল্লেখ করে আমাদের রেডিও, টেলিভিশন, সরকারি প্রচারযন্ত্রের মাধ্যমে আমরা জনগণকে সতর্ক করতে চাচ্ছি। আমরা বলতে চাই, এসব ফাঁদে আপনারা পা দেবেন না।’