মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারিদের জন্য নতুন ইউনিফর্ম নির্ধারণ করা হয়েছে, যা দেখতে দক্ষিণ কোরিয়ান পুলিশের ইউনিফর্মের মতো।
নতুন পোশাক নির্ধারণ করে ইতোমধ্যে গেজেট প্রকাশ হয়েছে। আসছে অর্থবছর থেকেই কর্মকর্তা কর্মচারিদের নতুন পোশাকে দেখা যাবে বলে মঙ্গলবার নিউজবাংলাকে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।
তিনি বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে পোশাক সংগ্রহ করার প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে আমাদের একটি কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা তা দ্রুততার সঙ্গে পোশাকের ব্যাপারে কাজ করছেন।’
নতুন ইউনিফর্ম অতিরিক্ত পরিচালক, উপপরিচালক, সহাকারী পরিচালক, প্রসিকিউটর, পরিদর্শক, সহকারী প্রসিকিউটর, উপপরিদর্শক, সিপাহী, ওয়ারলেস অপারেটর এবং গাড়ি চালকের জন্য প্রযোজ্য হবে। বিনামূল্যে দেয়া হবে এই ইউনিফর্ম।
তবে চতুর্থ শ্রেণির কর্মচারিরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রচলিত পোশাকেই থাকবেন।
কেমন হবে নতুন পোশাক
ব্যারেট ক্যাপ
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মনোগ্রামসহ ব্লু ব্যারেট ক্যাপ। গ্রীষ্মকালে অধিদপ্তরের মনোগ্রামসহ ব্লু ব্যারেটের ক্যাপের পাশাপাশি পিক্ড ক্যাপ পরা যাবে।
শার্ট
টার্কিশ ব্লু রঙের সেলুলার কাপড়ের ফুল ও হাফ হাতা শার্ট। ফ্ল্যাপ দেয়া দুটি বুক পকেট ও শোল্ডারে স্ট্রিপ থাকবে। শোল্ডার স্ট্রিপে ইংরেজিতে ডিএনসি লেখা লাগানোর জন্য প্রতি শোল্ডারের উপর দুটি লুপ থাকবে। বাম হাতায় অধিদপ্তরের মনোগ্রামসহ ডিপ সাইন থাকবে।
প্যান্ট
ডিপ নেভি ব্লু ড্রিল কাপড়ের তৈরি ফুল প্যান্ট। এর নিচের প্রান্ত না উল্টিয়ে সোজা থাকবে। প্যান্টের পেছনের ডান দিকে একটি হিপ পকেটসহ দুই পাশে দুটি সোজা পকেট থাকবে।
কোমর বন্ধনী
কোমর বন্ধনী ১-৩/৪" হবে এবং হুকসহ সামনে দিকে সেলাই ছাড়া দুটি প্লিট এবং পেছনের দিকে একটি সেলাইসহ প্লিট থাকবে। এছাড়া তিনটি চোখা বেল্ট ল্যুপ থাকবে যা বোতাম দিয়ে আটকাতে হবে।
হেম
নিচের হেম ১-৩/৪ " চওড়া ও বুট এবং ঝুলের মাপে ১-৩/৪ " ফাঁক থাকবে। হেম হাতের সেলাই হবে এবং জুলের নিচের দিকে ১৭ ইঞ্চি থেকে ১৯ ইঞ্চি পর্যন্ত উচ্চতা অনুযায়ী হবে।
বোতাম
কাপড়ের রঙের সঙ্গে মানানসই বোতাম হবে।
জার্সি
শীতকালের জন্য টার্কিশ ব্লু রঙের শার্টের উপর টার্কিশ ব্লু রঙের লম্বা হাতার টার্কিশ ব্লু জার্সি এবং শোল্ডার স্ট্রিপে ডিএনসি শব্দ সংক্ষেপটি লাগানোর জন্য শোল্ডারে জয়েন্ট ছিদ্র থাকবে। জার্সির কনুইয়ের জায়গায় অতিরিক্ত টার্কিশ ব্লু রঙের কাপড়ের মানানসই পট্টি থাকবে। গেজেটেড অফিসারদের জার্সিতে ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি মাপের দুটি পকেট থাকবে।
বেল্ট
পরিদর্শক থেকে অতিরিক্ত পরিচালক পর্যন্ত কোমরের চামড়ার বেল্ট এবং অন্যান্য সকলের জন্য নাইলনের কালো রঙের বেল্ট থাকবে। ধাতব বকলেস এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোগো থাকবে, যা খোদাই করা থাকবে।
টার্কিশ ব্লু হ্যাভার সেক
সিপাহী থেকে উপপরিদর্শক পর্যন্ত কর্মচারিদের টার্কিশ ব্লু রঙের কাপড়ের তৈরি হ্যাবার সেক মানানসেই মাপের হবে।
ওয়ারকোট
টার্কিশ ব্লু রঙের ওভারকোট যাতে শোল্ডার স্ট্রিপ, ডবল কাফ স্ট্যান্ড, হুক, গোল ছিদ্র ও ফুল কলার থাকবে এবং সামনের অংশে ডিএনসি খোদাই পিতলের তিনটি বড় বোতাম থাকবে।
জুতা ও মোজা
অক্সফোর্ড নমুনার পাঁচটি আইলেটযুক্ত কালো জুতা ও নাইলনের কালো মোজা হবে।
ব্যাজ
অ্যালুমিনিয়ামের তৈরি ডিএনসি লেখা ব্যাজ থাকবে। পোশাকের ডান পকেটের উপরে ব্যাজ সংযোজন এবং বাম পকেটের উপর সম্মাননার রিবন ব্যাজ পরতে হবে।
নামফলক
ডান পকেটের উপর কালো রঙের নামফলকের মধ্যে সাদা রঙের কর্মকর্তা-কর্মচারীর নামের প্রধান অংশ থাকবে। পাশাপাশি রক্তের গ্রুপ সংযোজন করা হবে।
হুইসেল ও কালো রঙের লিনিয়ার্ড
কর্মকর্তা-কর্মচারীরা কালো রঙের লিনিয়ার্ডসহ হুইসেল থাকবে।
ব্যাটন
আড়াই ফুট লম্বা বেতের ব্যাটন হবে।
রেইনকোট
বর্ষা মৌসুমে কর্মকর্তা-কর্মচারিরা প্রয়োজনে টার্কিশ ব্লু রঙের রেইকোট পরবে।
আনুষ্ঠানিক পোশাক
পরিদর্শক থেকে এর উপরের পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রীয় অনুষ্ঠানে পরার জন্য খাকি পোশাকি রঙ এবং অধিদপ্তরের মনোগ্রাম খচিত গরমে সামার টিউনিট এবং শীতে উন্টার টিউনিটক পরবে। এবং পাশাপাশি পোশাকি রঙের পিক্ড ক্যাপ পরতে হবে।
ব্লেজার এবং টাই
পরিদর্শক থেকে এর উপরের পর্যায়ের কর্মকর্তারা শীতকালে ব্যবহারের জন্য টার্কিশ ব্লু রঙের ব্লেজার এবং টাই ব্যবহার করতে হবে।
নারীদের পোশাক
নারী কর্মকর্তা-কর্মচারিদের টার্কিশ ব্লু রঙের বুশ শার্ট, ডিপ নেভি ব্লু প্যান্ট এবং বুশ শার্টের উপরে দুই ইঞ্চি প্রস্থের বেল্ট পরতে হবে।