বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রতিদিন চলবে আপিল বিভাগ

  •    
  • ৩১ মে, ২০২১ ১৭:৪০

আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞার স্বাক্ষতির বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তথ্য প্রযুক্তি ব্যবহার করে আপিল বিভাগের ১ নম্বর কোর্টে সরকারি ছুটি ব্যতীত রোব থেকে বৃহস্পতিবার ভার্চুয়ালি শুনানি অনুষ্ঠিত হবে।

করোনাভাইরাস সংকটের মধ্যে থমকে যাওয়া বিচার কার্যক্রমে গতি আনতে প্রতিদিন আপিল বিভাগের কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার থেকে প্রতিদিন (রোববার থেকে বৃহস্পতিবার) ভার্চুয়ালি আপিল বিভাগের কার্যক্রম চলবে বলে সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে কঠোর বিধি নিষেধের মধ্যে দেশের সব আদালত বন্ধ হয়ে যায়। এরপর তথ্য প্রযুক্তি ব্যবহার করে সীমিত পরিসরে বিচার শুরু হয়।

গত ১২ এপ্রিল থেকে ভার্চুয়ালি সপ্তাহে তিন দিন আপিল বিভাগ বিচার কাজ শুরু করে। আর হাইকোর্টের কিছু বেঞ্চ সীমিত পরিসরে বিচার কাজ চলে।

আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞার স্বাক্ষতির বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তথ্য প্রযুক্তি ব্যবহার করে আপিল বিভাগের ১ নম্বর কোর্টে সরকারি ছুটি ব্যতীত রোব থেকে বৃহস্পতিবার ভার্চুয়ালি শুনানি অনুষ্ঠিত হবে।

এ ছাড়া, বিচার কাজ আরও গতিশীল করতে হাইকোর্ট বিভাগে আরও পাচঁটি বেঞ্চ বাড়ানো হয়েছে। আগের ১৬টি এবং আরও পাচঁটি যুক্ত করে মোট ২১টি বেঞ্চে হাইকোর্ট বিভাগের বিচার কাজ চলবে।

চলমান করোনা পরিস্থিতি নিয়ে ২৩ মে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আমরা পরিস্থিতি মূল্যায়ন করেই সিদ্ধান্ত নিচ্ছি। সার্বিক পরিস্থিতি দেখে অ্যাটর্নি জেনারেল ও বারের সম্পাদকের সঙ্গে আলাপ আলোচনার করেই সিদ্ধান্ত নেয়া হচ্ছে।’

এ বিভাগের আরো খবর