পদোন্নতি দিয়ে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) ধীরেন্দ্র নাথ মজুমদারকে রেলওয়ের মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার।
রেলপথ মন্ত্রণালয় থেকে সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়, ৬ মে সুপিরিয়র সিলেকশন বোর্ডের (২০২১ সালের নবম সভা) সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতির ফিডার পদে চাকরির অভিজ্ঞতার শর্ত প্রমার্জন হওয়ায় ধীরেন্দ্র নাথ মজুমদারকে পদোন্নতি দিয়ে মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হলো।
ওই সভার সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতির ফিডার পদে চাকরির অভিজ্ঞতার শর্ত প্রমার্জন হওয়ায় বিসিএস (রেলওয়ে: প্রকৌশল) এবং বিসিএস (রেলওয়ে: পরিবহন ও বাণিজ্যিক) উভয় ক্যাডারের দ্বিতীয় গ্রেডের কর্মকর্তা দিয়ে এ পদটি পূরণযোগ্য।
বিসিএস রেলওয়ে (প্রকৌশল) ক্যাডারের এই কর্মকর্তা এ বছরের পয়লা ফেব্রুয়ারি থেকে রেলওয়ের মহাপরিচালক পদে চলতি দায়িত্ব পালন করে আসছিলেন।
১৯৮৬ সালে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক শেষ করা ধীরেন্দ্র ১৯৯১ সালের বিসিএস (৯ম) ব্যাচের একজন কর্মকর্তা।
সহকারী নির্বাহী প্রকৌশলী পদে চাকরি শুরু করে তিনি নির্বাহী প্রকৌশলী, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, যুগ্ম মহাপরিচালক (প্রকৌশল), প্রকল্প পরিচালক, সরকারি রেলপথ পরিদর্শক ও অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
ধীরেন্দ্র নাথ মজুমদার ১৯৬৩ সালে মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় একটি কৃষিজীবী পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। পেশার বাইরে তিনি বই পড়া এবং নাট্য-চর্চাসহ সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত।