আইনজীবী হিসেবে তালিকাভূক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
শনিবার রাতে বার কাউন্সিলের ওয়েব সাইটে এ ফল প্রকাশ করা হয়।
লিখিত পরীক্ষায় পাঁচ হাজার ৩৩২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তবে এর বাইরেও ২৩০ জন পরীক্ষার্থীর খাতা তৃতীয় পরীক্ষকের সিদ্ধান্তের জন্য ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে।
গত বছরের ১৯ ডিসেম্বর ও চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি দু দফায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা এখন মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশ নেবেন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী হিসেবে তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তখন উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে পেশাগত কাজ শুরু করবেন।
এবারের লিখিত পরীক্ষায় প্রায় ১৩ হাজার শিক্ষার্থী অংশ নেন।
বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবীদের সনদ পেতে নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আবার ওই তিন ধাপের যে কোনো একটি পরীক্ষায় শিক্ষার্থীরা একবার উত্তীর্ণ হলে পরবর্তী পরীক্ষায় তারা দ্বিতীয় ও শেষবারের মতো অংশগ্রহণের সুযোগ পান।
তবে দ্বিতীয়বারেও অনুত্তীর্ণ হলে তাদের পুনরায় শুরু থেকেই পরীক্ষায় অংশ নিতে হয়। সে অনুসারে, ২০১৭ সালের ৩৪ হাজার শিক্ষার্থীর মধ্যে থেকে লিখিত পরীক্ষায় দ্বিতীয় ও শেষবারের মতো বাদ পড়া তিন হাজার ৫৯০ জন শিক্ষার্থী এবং ২০২০ সালে প্রায় ৭০ হাজার শিক্ষানবিশ আইনজীবীর মধ্যে নৈর্ব্যক্তিক পরীক্ষায় উত্তীর্ণ আট হাজার ৭৬৪ শিক্ষার্থীসত মোট ১২ হাজার ৮৫৮ জন সনদপ্রত্যাশীর এবার লিখিত পরীক্ষায় অংশ নেন।