চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার প্রধান আসামি ও তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আকতারকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তাব্যবস্থায় সাবেক এই পুলিশ সুপারকে ফেনী নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শনিবার সকালে বাবুল আকতারকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়।’
স্থানান্তরের কোনো বিশেষ কারণ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এ রকম হয়। আসামিকে এক কারাগার থেকে অন্য কারাগারে নেয়া হয়। প্রয়োজনে আবার তাকে চট্টগ্রাম কারাগারে আনা হবে। স্বাভাবিক প্রক্রিয়া। এটিকে রুটিন স্থানান্তর বলতে পারেন।’
২০১৬ সালের ৫ জুন ভোরে ছেলেকে স্কুলে পৌঁছে দেয়ার সময় চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মাহমুদা খানম মিতুকে।
ঘটনার পর তৎকালীন এসপি বাবুল আকতার চট্টগ্রামের পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয়দের আসামি করে হত্যা মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তার জঙ্গিবিরোধী কার্যক্রমের জন্য স্ত্রীকে হত্যা করা হয়ে থাকতে পারে।
তবে বাবুলের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন ও শাশুড়ি সাহেদা মোশাররফ এই হত্যার জন্য বাবুল আকতারকে দায়ী করে আসছিলেন।
শুরু থেকে চট্টগ্রাম পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মামলাটির তদন্ত করে। পরে ২০২০ সালের জানুয়ারিতে মামলাটির তদন্তের ভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
১১ মে বাবুল আকতারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পিবিআই। সংস্থাটি জানায়, তদন্তে বাবুলের সম্পৃক্ততা পাওয়া গেছে।
পরে তার বিরুদ্ধে মামলা করতে ১২ মে ওই মামলার ৫৭৫ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয় পিবিআই। একই দিন দুপুরে মিতুর বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় বাবুল আকতারসহ আটজনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে বর্তমানে কারাগারে আছেন বাবুল।