হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে থাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আইনজীবী জেয়াদ আল মালুমের শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগ্নী অ্যাডভোকেট মাকছুদা আখতার।
এর আগে মঙ্গলবার জেয়াদ আল মালুমকে শ্যামলি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
মাকছুদা আখতার জানান, জেয়াদ আল মালুম হাসপাতালের নিউরোলজিস্ট প্রফেসর নারায়ণ কুণ্ডুর তত্ত্বাবধানে রয়েছেন।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন জানান, মঙ্গলবার সিটি স্ক্যান করাতে গিয়েছিলেন মালুম। এসময় তার কার্ডিয়াক অ্যাটাক হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের জন্য সরকার গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের শুরু থেকেই প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জেয়াদ আল মালুম। তিনি স্বাধীনতা যুদ্ধেও রণাঙ্গণের যোদ্ধা ছিলেন।