আদেশে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, বদলি হওয়া অফিসারদের ৩ জুনের মধ্যে স্ট্যান্ড রিলিজ করে ৪ জুন পুলিশে যোগদান করার নির্দেশ দেয়া হলো।
র্যাব থেকে পুলিশের ঊর্ধ্বতন ৫০ কর্মকর্তাকে বাহিনীতে ফেরত পাঠিয়ে নতুন দায়িত্ব দেয়া হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরের এক আদেশে তাদের বদলি করা হয়। তাদেরকে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট, পিবিআই ও মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।
এই ৫০ জনের মধ্যে ১০ জন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) এবং ৪০ জন সহকারী পুলিশ সুপার (এএসপি)।
আদেশে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, বদলি হওয়া অফিসারদের ৩ জুনের মধ্যে স্ট্যান্ড রিলিজ করে ৪ জুন পুলিশে যোগদান করার নির্দেশ দেয়া হলো।