স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক আর নেই।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি মারা যান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামীকাল সকাল ৯টায় মানিকগঞ্জ সদর উপজেলার হরগজ গ্রামে তার দাফন সম্পন্ন হবে।
তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৬ টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মা ফৌজিয়া মালেক রাজধানীর এ.এম.জেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
তিনি বলেন, মরহুমা ফৌজিয়া মালেক মানিকগঞ্জ সদর উপজেলার হরগজ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মরহুমার স্বামী মৃত. কর্নেল এম এ মালেক ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ছিলেন। তিনি পাটমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং এক মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রুবিনা হামিদকে রেখে গেছেন।
মরহুমা ফৌজিয়া মালেক চারদিন আগে অ্যাজমাসহ বয়সজনিত জটিলতা নিয়ে রাজধানীর এ.এম.জেট হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দুইদিন আগে তাঁকে লাইফ সাপোর্টে নেয়া হয়। পাঁচমাস আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।
দেশবাসীর কাছে স্বাস্থ্যমন্ত্রী ও তাঁর পরিবার মরহুমার রূহের মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।