চট্টগ্রামের হাটহাজারীতে নাশকতার মামলায় হেফাজতে ইসলামের আরও এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ফটিকছড়ি উপজেলার রায়পুরা থেকে বুধবার রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আমিনুল ইসলাম হাটহাজারী পৌরসভার হেফাজতের দাওয়াবিষয়ক সম্পাদক ছিলেন। পুলিশের দাবি, তিনি হাটহাজারীতে নাশকতার ইন্ধনদাতা।
চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী নিউজবাংলাকে জানান, আমিনুল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন হাটহাজারীতে নাশকতার ইন্ধনদাতা। নাশকতায় হাটহাজারী থানায় হওয়া একাধিক মামলার এজাহারভুক্ত আসামি তিনি। তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে তোলার পর রিমান্ড আবেদন করা হবে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আমিনুল ইসলাম এখন ডিবি হেফাজতে আছেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে গত ২৬ মার্চ ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় সরকার সমর্থকদের সঙ্গে হেফাজতকর্মীদের সংঘর্ষ হয়।
এ ঘটনার জেরে ওই দিনই চট্টগ্রামের হাটহাজারী ও পটিয়ায় সহিংসতা হয়। হাটহাজারীতে পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের কর্মীদের সংঘর্ষে চারজন নিহত হন।
হাটহাজারী থানায় হামলা, ভূমি কার্যালয়, ডাকবাংলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে সাতটি মামলা হয়। এসব মামলায় চার হাজার ৩০০ জনকে আসামি করা হয়।
২২ এপ্রিল হেফাজতের নেতা-কর্মীদের আসামি করে তিনটি মামলা করে হাটহাজারী থানা-পুলিশ। তিন মামলায় আসামি করা হয় তিন হাজার জনকে।