ঘূর্ণিঝড় ইয়াসের কারণে দুর্ঘটনা এড়াতে বন্ধ থাকার দুই দিন পর শুধু দুই ইঞ্জিনের লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি নিউজবাংলাকে জানান, এখনও ৩ নম্বর সতর্কসংকেত চালু রয়েছে। তাই সব নৌযান চলাচলের অনুমতি দেয়া হয়নি। তবে ৬০ বোর্ডের বড় লঞ্চ চলবে।
৩ নম্বর সতর্কসংকেত ওঠানো হলে আবার সব নৌযান চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানান তিনি।
মঙ্গলবার ঘূর্ণিঝড় ইয়াসের কারণে সারা দেশে নদীবন্দর থেকে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ।
নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।
তবে ইয়াস চলে গেলেও তার প্রভাব এখনও আছে উপকূলের জেলাগুলোতে। সেখানে উঁচু জোয়ারের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই কারণে এখনও ৩ নম্বর সতর্কসংকেত বহাল রেখেছে তারা।