অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস থেকে বাংলাদেশ শঙ্কামুক্ত। তবে উপকূলীয় অঞ্চলে আরও কিছু সময় ঝড় বৃষ্টির প্রভাব থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তিন নম্বর সতর্ক সংকেতও বহাল থাকবে।
ভারতের স্থানীয় সময় বুধবার সকাল ৯টার কিছু পরই ওড়িশার উত্তরাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে ইয়াস। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫ কিলোমিটার।
আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, ওড়িশায় আঘাত হানার আগেই সকাল থেকে ঝড়ের প্রভাব পড়তে শুরু করে বাংলাদেশের উপকূলে। এ সময় উপকূলের অনেক অঞ্চল প্লাবিত হয়।
অধিদপ্তর থেকে বলা হয়েছে, বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও চট্টগ্রামের জেলাগুলো এবং অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা নিউজবাংলাকে বলেন, ‘ঘূর্ণিঝড় নিয়ে আমাদের কোনো দুঃচিন্তা নেই। তবে বায়ুচাপ পার্থক্য ও পূর্ণিমার প্রভাবে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট অধিক উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে।
সতর্ক সংকেত কখন নামানো হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি। উপকূলে এখনও ঝড় ও বৃষ্টি রয়েছে। সেই সঙ্গে জোয়ার হওয়ার সম্ভাবনা আছে। এই সময় যেন কেউ সাগরে না যেতে পারে, এ জন্য এখনও তিন নম্বর সতর্ক সংকেত দেখানো আছে। রাত ৯ টায় আমরা সাধারণ বুলেটিনের মাধ্যমে জানাতে পারব যে সংকেত নামানো হবে না একই রকম থাকবে।’
এদিকে অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার বেলা তিনটার দিকে ধামরার উত্তর এবং বালাসোরের দক্ষিণ দিক দিয়ে ভারতের উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করেছে এবং আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রবল ঘূর্ণিঝড় আকারে উপকূলীয় উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে।
প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পায়।