ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবন নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবনে টিএসসির স্থাপত্য-সংক্রান্ত ডিজাইন নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা শেষে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এমএম ইমরুল কায়েস সাংবাদিকদের জানান, এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ও পরিবেশবান্ধব টিএসসি ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মাদ জিয়া উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানসহ অনেকে।
ষাটের দশকে নির্মিত টিএসসির দৃষ্টিনন্দন স্থাপনাটির নকশা করেছিলেন গ্রিক স্থপতি কনস্ট্যান্টিন ডক্সিয়াডেস। পূর্ব পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক জেনারেল আইয়ুব খানের আমলে ভবনটির নির্মাণ শেষ হয়।
এই স্থপতি টিএসসির পাশাপাশি ঢাকায় হোম ইকোনমিকস কলেজ, কুমিল্লায় বাংলাদেশ পল্লি উন্নয়ন অ্যাকাডেমিসহ কিছু স্থাপনার নকশা করেছেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নকশা তৈরি করা হয় তার নেতৃত্বেই।
টিএসসি ভেঙে নয়তলা ভবন করতে চায় গণপূর্ত অধিদপ্তর। সরকারি এই সংস্থা ও স্থাপত্য অধিদপ্তর একটি নকশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জমা দেয়।
টিএসসি ভবন ভেঙে নতুন ভবন করার খবর গত বছরের ডিসেম্বরে ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বেশ কিছু শিক্ষক আপত্তি জানান।
এই প্রেক্ষাপটে টিএসসি ভাঙার কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে নিউজবাংলাকে জানিয়েছিল সরকারের গণপূর্ত অধিদপ্তর ও টিএসসি কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করা হবে কি না এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।