ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় মনিটরিং সেল গঠন করেছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সই করা এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইয়াসের গতিবিধি সার্বক্ষণিক মনিটিরিং করে এর ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনায় এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি একটি সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করেছে।
ইয়াসের ক্ষয়ক্ষতি সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য ১৪ সদস্যের একটি তালিকা করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়াবিদেরা বলছেন, ইয়াস-এর সঙ্গে পূর্ণিমার প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চল স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারের মুখে পড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলে হয়েছে, পূর্ণিমার প্রভাবে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চল স্বাভাবিকের চেয়ে দুই-চার ফুট বেশি জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে।
ঝড়ের বর্তমান গতিপথ বিশ্লেষণ করে আবহাওয়াবিদেরা বলছেন, বাংলাদেশ উপকূলে ইয়াস-এর আঘাত হানার সম্ভাবনা খুবই কম।
এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে এরই মধ্যে সারা দেশের নদীবন্দর থেকে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।