করোনার মধ্যে পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় জুন পর্যন্ত দেশি ট্যুর অপারেটররা ছয় হাজার ৮০০ কোটি টাকা ক্ষতির মুখে পড়বেন বলে দাবি করেছে ট্যুর অপারেটরদের শীর্ষ সংগঠন টোয়াব।
মঙ্গলবার দুপুরে টোয়াবের এক ভার্চুয়াল আলোচনা সভায় সীমিত পরিসরে পর্যটনকেন্দ্র খুলে দেয়ার দাবিও জানান সংগঠনটির নেতারা।
টোয়াব জানায়, চলমান বিধিনিষেধ অব্যাহত থাকলে ডিসেম্বর পর্যন্ত ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় নয় হাজার কোটি টাকা।
গত বছর মার্চে দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হলে সারাদেশে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে সরকার। এ সময় জনসমাগম এড়াতে পর্যটন কেন্দ্রগুলোও বন্ধ ঘোষণা করা হয়।
তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে গত বছরের জুনের পর পর্যায়ক্রমে তুলে নেয়া হয় বিধিনিষেধ। কিন্তু এরপরেও করোনা আতঙ্কে বেশিরভাগ পর্যটন কেন্দ্রই ছিল পর্যটকশূন্য। অবশ্য অক্টোবর-নভেম্বরের দিকে পর্যটনকেন্দ্রগুলো পর্যটকে ভরে ওঠে।
কিন্তু এ বছরের মার্চে করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ শুরু হলে এপ্রিল থেকে কঠোর বিধিনিষেধের মধ্যে রয়েছে পর্যটন খাত।
টোয়াব বলছে, গত বছরের করোনার কারণে পর্যটন খাতের ক্ষতি হয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা। এর মধ্যে শুধু টোয়াব সদস্যদের ক্ষতির পরিমাণই পাঁচ হাজার ৭০০ কোটি টাকা।
আলোচনা অনুষ্ঠানে টোয়াব সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, করোনাভাইরাসের প্রথম ঢেউয়ের পর বাংলাদেশের পর্যটন শিল্প আভ্যন্তরীণ পর্যটনের মাধ্যমে ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠার প্রচেষ্টায় ছিল।
‘কিন্তু করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে বাংলাদেশের পর্যটন শিল্প আবার অনিশ্চয়তার মধ্যে পড়ল। আর চলতি বছরের মার্চ থেকে সবকিছু স্থবির হওয়ায় পর্যটন খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ছে।’
তিনি বলেন, ‘এই ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সারা বিশ্বে ভ্রমণের ক্ষেত্রে নানান সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন দেশ তাদের নাগরিকদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সতর্কবার্তা দিয়েছে। যে কারণে ব্যবসা হারাচ্ছে পর্যটন সংস্থাগুলো। এতে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছে পর্যটন শিল্প।’
অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, ‘সীমিত পরিসরে হলেও স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্র খুলে দেয়া যেতে পারে। প্রয়োজনে পর্যটকের সংখ্যা নির্দিষ্ট করে যেতে পারে।’
‘পাশাপাশি হোটেল-রিসোর্টগুলোও খুলে দেয়া যেতে পারে। টোয়াব এ সংক্রান্ত একটি পরিকল্পনা তৈরি করে তা সরকারের কাছে উপস্থাপন করে দেখতে পারে।’