বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
হাবীবুল্লাহ সিরাজী সোমবার রাত ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।
বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান তার মৃত্যুর খবর নিউজবাংলাকে নিশ্চিত করেন।
সিরাজী অসুস্থ হয়ে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২৫ এপ্রিল বেলা ১১টার দিকে তিনি হাসপাতালটিতে ভর্তি হন। তার পাকস্থলীতে বড় ধরনের সমস্যা দেখা দেয়।
কবির নাড়ি পেঁচিয়ে যায়। তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন ছিল।
সিরাজীর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। পরে তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচারের পর আবার সিরাজীকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেই হাসপাতালেই সোমবার রাতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
তবে হাবীবুল্লাহ সিরাজী করোনায় আক্রান্ত ছিলেন না বলেও নিশ্চিত করেন এ এইচ এম লোকমান।
তিনি সোমবার গভীর রাতে জানান, কবি হাবীবুল্লাহ সিরাজীর মরদেহ মঙ্গলবার সকাল ১০টায় শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণে (করোনাকালীন স্বাস্থ্যবিধি অনুসরণ করে) রাখা হবে। বাংলা একাডেমিতে প্রথম জানাজার পর আজিমপুর কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে সেখানে দাফন করা হবে তাকে।
কবি হাবীবুল্লাহ সিরাজী ২০১৮ সাল থেকে বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন৷ তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৩২টি।
এ ছাড়া তিনি দুটি উপন্যাস, দুটি প্রবন্ধ, একটি স্মৃতিকথা ও দশটির মতো ছড়া ও পদ্যগ্রন্থ রচনা করেছেন।
বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে একুশে পদকে ভূষিত হন তিনি।