বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোজিনার মোবাইল ফোন পরীক্ষা করতে আদালতে আবেদন

  •    
  • ২৩ মে, ২০২১ ১৯:১৭

মামলা তদন্তের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ডিবি পুলিশ এ আবেদন করে বলে নিউজবাংলাকে জানিয়েছেন রোজিনার আইনজীবী আমিনুল গনি টিটো।

অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের ব্যক্তিগত মোবাইল ফোন দুটি পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানোর অনুমতি দিয়েছে আদালত।

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ অনুমতি দেয়। সকাল সাড়ে ১০টার দিকে আবেদনটি করে মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মামলা তদন্তের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ডিবি পুলিশ এ আবেদন করেছে বলে নিউজবাংলাকে জানিয়েছেন রোজিনার আইনজীবী আমিনুল গনি টিটো।

রোজিনা গত ১৭ মে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে তাকে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন সেখানকার কর্মকর্তারা। রাতে তাকে শাহবাগ থানায় নিয়ে রাষ্ট্রীয় গোপন নথি চুরির অভিযোগে মামলা করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে মামলাটি করেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী।

মন্ত্রণালয় অভিযোগ করে, এই গণমাধ্যমকর্মী রাষ্ট্রীয় কিছু গোপন নথি সরিয়েছেন; কিছু নথির ছবি তুলেছেন। এগুলো প্রকাশ হলে বিদেশি রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হতে পারত। নথিগুলো ছিল টিকা ক্রয়-সংক্রান্ত।

জামিনে মুক্তি পেয়ে রোববার কারাগার থেকে বের হন রোজিনা

অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের দুটি ও দণ্ডবিধির দুটি ধারায় করা মামলায় রোববার অবশ্য জামিনে মুক্তি পেয়েছেন রোজিনা।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রোববার বিকেল ৪টার পর বের হন তিনি।

এ বিভাগের আরো খবর