যুক্তরাজ্যপ্রবাসী হামিদুর রহমানের (ছদ্মনাম) বিবাহ বিচ্ছেদ হয়েছে দুই বছর আগে। বিচ্ছেদের পরপরই সাবেক স্ত্রী তাহমিনা খাতুন (ছদ্মনাম) দুই নাবালক সন্তানকে নিয়ে দেশে চলে আসেন।
তারপর থেকেই সন্তানদের সঙ্গে হামিদুর রহমানের যোগাযোগ বন্ধ। সাবেক স্ত্রী তাহমিনা খাতুন বা তার পরিবারের কারো সঙ্গেও যোগাযোগ করতে পারছিলেন না তিনি।
কোনোভাবেই যোগাযোগ করতে না পেরে পুলিশের শরণাপন্ন হন তিনি। হামিদুর রহমান পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে বিষয়টি জানান। তার চাওয়া ছিল, সন্তানদের সঙ্গে তাকে নিয়মিত যোগাযোগের ব্যবস্থা করে দেয়া হোক। এরপরই পুলিশের চেষ্টায় সেই বাবা তার সন্তানদের সঙ্গে কথা বলার সুযোগ পান।
শনিবার পুলিশের সহকারী মহাপরির্শক সোহেল রানা এসব তথ্য জানান।
তিনি জানান, বাবার আকুতি বিষয়ক বার্তাটি পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের পক্ষ থেকে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলমকে পাঠিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়। মিডিয়া উইংয়ের পরামর্শে ওসি খুলনা সদরের স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় এ বিষয়টি সমাধানে সচেষ্ট হন। পুলিশ কথা বলেছে দুই পক্ষের সঙ্গে।