নারায়ণগঞ্জের সোনারগাঁর নয়াবাড়ি এলাকায় নিকি প্রিন্ট নিটিং ও ডাইং নামের কারখানায় গ্যাস রাইজারের আগুনে পাঁচজন দগ্ধ হয়েছে।
শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।
দগ্ধ পাঁচজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক-২ তানহা ইসলাম নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন।
দগ্ধ পাঁচজন হলেন কারখানার টেকনিশিয়ান মো. আলম, মেকানিক অপারেটর মো. বশির, তার সহকারী মেহেদী হাসান, নিরাপত্তাকর্মী রূপান্তর চাকমা ও নাজির মিয়া।
বশিরের ভাই রাশেদুল ইসলাম নিউজবাংলাকে জানান, রাতে কারখানার কাজ শেষে সেখানেই ঘুমিয়ে পড়েছিলেন আলম, বশির ও মেহেদী। ভোরে হঠাৎ গ্যাস রাইজারের আগুন জ্বলে ওঠে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে দুই নিরাপত্তাকর্মীসহ তারা দগ্ধ হন।
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হাওলাদার বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে দেখি ওই কারখানার গ্যাস রাইজারের পাইপ ছিদ্র ছিল। ধারণা করা হচ্ছে, সেখান থেকে গ্যাস বের হয়ে যেকোনোভাবে স্পার্কের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।’