বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দেশে আরবের গরম কমতে আরও তিন দিন

  •    
  • ২২ মে, ২০২১ ০০:৩৬

আবহাওয়া অধিদপ্তরের হিসেবে বলা হয়েছে, শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা খুলনায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

দেশে গরমে নাভিশ্বাস অবস্থা। অনেকেই দেশের দাবদাহকে আরবের সঙ্গে তুলনা করছেন। এর কারণ হিসবে গুগল আবহাওয়া পূর্বাভাসে উল্লিখিত গরম অনুভূত হওয়ার মাত্রাকে বিবেচনা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানালো গরম কমতে আরও তিন দিন সময় লাগবে। এই সময়ে গরমের মাত্রা বাড়বে না। তবে সাগরে লঘুচাপের প্রভাবে যে ঘূর্ণিঝড় আসন্ন, সেটির প্রভাব না কাটা পর্যন্ত গরম থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের হিসেবে বলা হয়েছে, শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা খুলনায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ও সিলেটে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

গুগলের আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে, ঢাকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও গরমের অনুভূতি ৪২ ডিগ্রির কাছাকাছি। অন্যদিকে জেদ্দায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ও গরমের অনুভূতি ৪২ ডিগ্রি।

আরও পড়ুন: ঢাকায় আরবের গরম

আবহাওয়াবিদ আরিফ হোসেন নিউজবাংলাকে বলেন, এখন যে গরম আছে, সেটি সহসা কমবে না। কাল বা পরশু কমার কোনো সম্ভাবনা নেই। কাল (২২ মে) এরপর ২৩ মে একইরকম থাকবে। তবে এর চেয়ে গরম বাড়বে না। ২৪ তারিখের পর থেকে আশা করা যাচ্ছে যে, তাপমাত্রা কমে যাবে, সাথে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের কয়েক জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালি অঞ্চলসহ ঢাকা ও খুলনা বিভাগের বিভাগের কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ফেনী ও পাবনা জেলাসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

লঘুচাপের বর্তমান অবস্থা

ভারতের উত্তর আন্দামান সাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, যে ঝড়ের নাম হবে ‘যশ’।

ঘূর্ণিঝড়টি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সবশেষ উড়িষ্যা-পশ্চিমবঙ্গ হয়ে আগামী ২৬ মে বুধবার বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরিফ হোসেন বলেন, ‘যে লঘুচাপের কথা বলা হয়েছে, তা এখনও উৎপত্তি হয়নি। তবে এটার সম্ভাবনা রয়েছে। কাল (২২ মে) রাত বা পরশুদিন লঘুচাপ তৈরি হতে পারে। ২৪ মের দিকে একটা সাইক্লোন হতে পারে। এরপর ২৫ তারিখ মধ্যরাত বা ২৬ তারিখ সকাল নাগাদ এটা উপকূল অতিক্রম করবে। তবে সঠিকভাবে কোন উপকূল দিয়ে এটি অতিক্রম করবে, তা আর একটু সময় না গেলে বলা যাবে না। এটা হতে পারে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে প্রভাব ফেলতে পারে। আবার বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূল দিয়েও বয়ে যেতে পারে।’

আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী বুধবার সকালের দিকেই পশ্চিম বাংলায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘যশ’। তার আগে মঙ্গলবার থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে অল্প থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে। ফাঁকা এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ বিভাগের আরো খবর