বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আউয়ালকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি

  •    
  • ২১ মে, ২০২১ ১৬:০৩

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার আউয়ালকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হয়।বিচারক নিভানা খায়ের জেসির আদালতে তার রিমান্ড শুনানি হবে।

রাজধানীর পল্লবীতে শিশু সন্তানের সামনে বাবা সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) আউয়ালকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার আউয়ালকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হয়।

বিচারক নিভানা খায়ের জেসির আদালতে তার রিমান্ড শুনানি হবে বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন আদালতের পল্লবী থানার সাধারণ নিবন্ধন শাখার (জিআরও) সদস্য শহিদুল ইসলাম।

১৬ মে জমি নিয়ে বিরোধের জেরে পল্লবীর বুড়িরটেকের বাসিন্দা সাহিনুদ্দিনকে বাসা থেকে ডেকে নিয়ে তার সন্তানের সামনে কুপিয়ে হত্যা করা হয়। পরের দিন এ ঘটনায় সাহিনুদ্দিনের মা আকলিমা বেগম পল্লবী থানায় ২০ জনের নামে মামলা করেন।

মামলায় প্রধান আসামি করা হয় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালকে।

আউয়ালকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তারের তথ্য বৃহস্পতিবার ঢাকায় র‍্যাবের মিডিয়া সেল থেকে জানানো হয়।

ওই হত্যা মামলায় আউয়ালসহ এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে বুধবার পুলিশ যাত্রাবাড়ী থানার রায়েরবাগ থেকে আসামি সুমন বেপারী ও পল্লবী থানার কালাপানি থেকে রকি তালুকদারকে গ্রেপ্তার করে।

এর আগে পল্লবী থানার পুলিশ অভিযান চালিয়ে দিপু ও মুরাদ নামে দুই আসামিকে গ্রেপ্তার করে।

এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি মো. মানিক বৃহস্পতিবার রাতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

সাহিনুদ্দিনের মা আকলিমা বেগমের অভিযোগ, পল্লবীর বুড়িরটেকের আলীনগর আবাসিক এলাকার হ্যাভেলি প্রোপার্টিজ ডেভেলপার লিমিটেডের এমডি আউয়ালের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল তার ছেলের। এর জেরে ভাড়াটে সন্ত্রাসীরা সাহিনকে হত্যা করেছে।

তার অভিযোগ, আলীনগর এলাকায় আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের ১০ একর জমি জবরদখলে বাধা দেয়ায় খুন হতে হয় সাহিনুদ্দিনকে।

মামলাটি শুরুতে থানা পুলিশ তদন্ত করলেও বুধবার সকালে এটি ডিবির কাছে হস্তান্তর করা হয়।

এ বিভাগের আরো খবর