সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। শুক্রবার প্রতিবাদ কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।
প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে নির্যাতন ও বেআইনি গ্রেপ্তারের প্রতিবাদ এবং অবিলম্বে নি:শর্ত মুক্তির দাবিতে শুক্রবার সকাল দশটায় ডিআরইউ চত্বরে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এতে অংশ নেন।
ডিআরইউয়ের সাধারণ সম্পাদক মসিউর রহমান খান বলেন, নির্যাতনের শিকার যখন অচেতন হয়ে পড়ে গিয়েছেন, তখন তাকে হাসপাতালে নেয়া হয়নি। সচিবালয়ে তাকে আটকে রাখা অবস্থায় আমরা কিছু করতে পারিনি, তখন আমরা অসহায় ছিলাম।
সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি দাবি করে তিনি বলেন, জামিন শুনানিশেষে রোববার আদালত আদেশ দিবেন। যদি সেদিন তাকে মুক্তি না দেয়া হয় তাহলে লাগাতার কঠোর কর্মসূচি চলবে। রোজিনা দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে এখন জেলে। তাকে মুক্ত না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্নীতিতে জড়িত কর্মকর্তারা সচিবালয়ে মাস্তানি করবেন এটা মেনে নেয়া সম্ভব নয়। স্বাস্থ্যখাত নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করায় রোজিনা ইসলামকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
সাংবাদিক রোজিনা ইসলাম গত সোমবার সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে তাকে অবরুদ্ধ করে রাখেন সেখানকার কর্মকর্তারা। ওই সময় তাকে নির্যাতনের অভিযোগ করেছেন স্বজনরা। রাতে তাকে শাহবাগ থানায় নিয়ে রাষ্ট্রীয় গোপন নথি চুরির অভিযোগে মামলা করা হয়। এরপর তাকে আদালতের মাধ্যমে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। তার মুক্তির দাবিতে সাংবাদিক সংগঠনগুলো আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে।