বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এনওসি নিয়ে ফিরতে পারবেন ভারতে আটকে পড়ারা

  • অসিত পুরকায়স্থ, কলকাতা   
  • ২১ মে, ২০২১ ১২:৫৭

পশ্চিমবঙ্গে ভয়ংকর করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে পুরোপুরি লকডাউন চলছে। জরুরি পরিষেবা ছাড়া অন্য সব পরিষেবা বন্ধ। গণপরিবহন ব্যবস্থা বাস, লোকাল ট্রেন পুরোপুরি বন্ধ। কেবল দৈনন্দিন প্রয়োজনে দোকান-বাজার সময় মেপে ছাড় দেয়া হয়েছে। ফলে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া বহু মানুষ আটকা পড়েছেন। 

ভারতে লকডাউনের কারণে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে সরকার। কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপহাইকমিশনের অফিস থেকে দেশে ফেরার জন্য জরুরি অনাপত্তিপত্র বা এনওসি নেয়ার জন্য আবেদন করতে বলা হয়েছে।

পশ্চিমবঙ্গে ভয়ংকর করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে পুরোপুরি লকডাউন চলছে। জরুরি পরিষেবা ছাড়া অন্য সব পরিষেবা বন্ধ। গণপরিবহন ব্যবস্থা বাস, লোকাল ট্রেন পুরোপুরি বন্ধ। কেবল দৈনন্দিন প্রয়োজনে দোকান-বাজার সময় মেপে ছাড় দেয়া হয়েছে। ফলে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া বহু মানুষ আটকা পড়েছেন।

বাংলাদেশের বহু মানুষ কলকাতায় চিকিৎসা করাতে যান। অন্য নানা দরকারে নিত্যদিন বাংলাদেশিরা কলকাতায় যান। এবার করোনা সংক্রমণের কারণে হঠাৎ করে লকডাউন ঘোষণা হওয়াতে বাংলাদেশ থেকে যাওয়া বহু মানুষ সমস্যায় পড়েছেন।

আটকে পড়া বাংলাদেশিদের সেই সমস্যা থেকে ক্ষোভ তৈরি হয়। চলতি মাসের ১০-১১ তারিখ কলকাতার বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের অফিসের সামনে দেশে ফিরতে চেয়ে বিক্ষোভ দেখান ভারতে আটকে পড়া বাংলাদেশিরা।

এরপর কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ভারতে আটকে পড়া বাংলাদেশি, যারা দ্রুত ফিরতে চায়, কী কারণে ফিরতে চায়, ২৩ মের মধ্যে ভিসা শেষ হয়ে যাবে কি না, মৃতদেহের সঙ্গে বাংলাদেশে ফিরতে চায় কি না বা অন্য কোনো কারণে দ্রুত নিজের দেশে ফিরতে চায়, কীভাবে ফিরতে চায় তা জানিয়ে অনাপত্তিপত্র নিতে হবে।

এ ছাড়া উল্লেখ করতে হবে বুড়িমারী-চ্যাংড়াবান্দা, হিলি, গেদে-দর্শনা, সোনামসজিদ-মাহাদিপুর, আখাউড়া-আগরতলা স্থলবন্দরের কোন পথ দিয়ে ফিরতে চায়।

শর্ত হিসেবে আবেদনপত্রে লিখতে হবে, ‘আমি ঘোষণা করছি, বাংলাদেশে প্রবেশের পর বিধি মোতাবেক ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে বাধ্য থাকব।’

পাসপোর্ট ভিসার কপি অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের প্রতিলিপি দিয়ে আবেদন করতে হবে। একটি আবেদনপত্রে একই পরিবারের সর্বোচ্চ চারজনের নাম দিতে পারবেন।

কলকাতায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে জানানো হয়েছে, জরুরি কারণ বাছাই করে তবেই বাংলাদেশে ফেরার এনওসি দেয়া হবে।

কলকাতায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ফেসবুকে আবেদনপত্রের ফরম আপলোড করা হয়েছে। সেখানে কলকাতায় আটকে পড়া বহু বাংলাদেশি তাদের অসুবিধার কথা জানিয়েছেন।

অনেকে বলছেন তারা মেইল করেও কোনো উত্তর পাননি, আবার অনেকে উত্তর পাওয়ার কথাও জানিয়েছেন।

তুষার সরকার নামে একজন লিখেছেন, ‘স্যার, আমি ইন্ডিয়াতে ডাক্তার দেখাতে এসেছিলাম। ডাক্তার দেখানো শেষ। এখন বাড়ি ফিরতে চাই। আমার শরীরে রক্তের পরিমাণ কম। ডাক্তার বলেছেন দেশে গিয়ে রক্ত নিতে। আমার ভিসা শেষ হতে আঠাশ দিন বাকি, কিন্তু দেশে ফেরা একান্ত প্রয়োজন। যদি আপনি সদয় হোন।’

তুষারের এমন আকুতির পর হাইকমিশন থেকে আবেদন করতে বলা হয়েছে।

এ বিভাগের আরো খবর